শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২২, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনের পরিমাণ ২৫ শতাংশ করার লক্ষ্যে কাজ করছে সরকার

মোহাম্মদ শাহাব উদ্দিন

শাহীন খন্দকার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, ২০৩০ সালের মধ্যে বনের পরিমাণ ২৫ শতাংশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রাণবৈচিত্র রক্ষায় জোর দেয়া হচ্ছে। জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ শাহাব উদ্দিন। 

মন্ত্রী ঢাকার আগারগাঁওয়ে বন ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন বন উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

অন্যদিকে, বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ ও ২০২০ এবং বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২০ ও ২০২১ প্রদান করেন বনমন্ত্রী। এছাড়া সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করেন।

বনমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন আরও বলেন, বন ও প্রাণবৈচিত্র রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। টেকসই উন্নয়নে যা প্রভাব ফেলবে। বন ও বনজ সম্পদ রক্ষায় এ সময় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দেশজুড়ে বনায়নের কাজে দেশবাসীর সহযোগিতা চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়