শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ০৮:২৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচন্ড গরমে দিশেহারা রাজধানীবাসী, পুড়ছে রাজশাহী-রংপুর

তীব্র তাপদাহ

শরীফ শাওন: বর্ষা মৌসুমেও গ্রীষ্মের তাপদাহ। বাংলায় শ্রাবণ মাস হলেও নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। রাজধানীতের এক পশলা বৃষ্টি হলেও বেড়েছে তাপের ভয়াবহতা। কল-কারখানা ও ইট-পাথরের শহরে রাতেও কমছেনা ভ্যাপসা গরম। ঘরে-বাইরে সর্বত্রই অতিষ্ট শহুরে জনজীবন। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন মোড়ে দাঁড়ানো ট্রাফিকদের ছাতার নিচে থেকে কর্তব্য পালন করতে দেখা যায়। দিনের বেলায় প্রধান সড়কগুলোতে রিক্সার উপস্থিতিও ছিলো কম। তেজগাঁওয়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা জানান, আমাদের তো সড়ক ছাড়ার উপায় নেই। এই ভ্যাপসা গরমে অনেক কষ্ট করেই সড়কের শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে। 

অপর একজন ট্রাফিক সদস্য জানান, অনেক স্থানেই ট্রাফিক বক্স নেই, থাকলেও টিনের চালা দেওয়ায় সেখানেও প্রচন্ড গরম। অনেকেই ভ্যাপসা গরমে অসুস্থ বোধ করেন। মিরপুরে রিক্সাচালক আসাদুল জানান, তীব্র গরমে বেশিক্ষণ রিক্সা চালাতে পারি না। এসময় দৈনিক আয় প্রায় অর্ধেকে নেমে আসে। 

বেসরকারি কর্মজীবি মো. ইব্রাহীম জানান, কয়েকদিন থেকেই প্রচন্ড ভ্যাপসা গরম। এসময় গণপরিবহনে চড়ে অফিস যাতায়াতে পুরো শরীর ভিজে যায়। কাজ করার ক্ষমতাও অনেকটা কমে আসে। এতে অধিকাংশ সময়ই স্বর্দি কাশি দেখা দেয়। 

এদিন সৈয়দপুরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডি. সে. তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রংপুরে ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি, এবং বিভাগজুড়ে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিলো ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা ও সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এতে তাপপ্রবাহ কমে আসবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, মাসজুড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। এতে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। 

অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মাসে বঙ্গোপসাগরে ২-১টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপে পরিনত হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বঅঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্জলে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়