শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩ হাজার কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, চমকে গেলেন বিজ্ঞানীরাই

মহাকাশে বিজ্ঞানীরা সবচেয়ে বড় যে ঝড় বা মহাপ্রলয়ের সন্ধান পেয়েছেন তা ধেয়ে আসছে সবচেয়ে দ্রুত বা তীব্র বেগে। আশঙ্কা করা হচ্ছে- এর ফলে ব্যাহত হতে পারে জনজীবন। এ হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৩ হাজার কিলোমিটার। যেখানে ছোট একটি ঝড়ই রীতিমতো বড় ধ্বংসলীলা চালাতে পারে। সেখানে এ ঝড় বিশ্বের জন্য কী বয়ে আনবে তা অনুমেয়।

এর খবরে চমকে গিয়েছেন খোদ বিজ্ঞানীরাও। এর আগে বিশ্বের সব থেকে শক্তিশালী ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার।

জ্যোতির্বিদের শনাক্ত করা সৌরজগতের আউটার প্ল্যানেটে সুপারসনিক জেটস্ট্রিমটি হলো WASP-127b গ্রহ। যা পৃথিবী থেকে প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এটা মূলত দৈত্যাকার গ্যাসীয় একটি গ্রহ। যার আকার বৃহস্পতি গ্রহের তুলনায় কিছুটা বড়। কিন্তু এর ভর খুবই কম। মহাকাশে এটাই সব থেকে দ্রুত বা তীব্র হাওয়া।

এই দৈত্যাকার গ্রহটি আবিষ্কার হয়েছিল ২০১৬ সালে। এ গ্রহের নিরক্ষরেখায় শক্তিশালী একটি ঝড়ের বিশালাকার বলয় বিরাজ করে। আসলে আমাদের সৌরজগতের অন্যান্য গ্যাসীয় গ্রহের বাইরে যে বলয় দেখা যায়, সেগুলির মতোই হয় এটিও। যদিও ঝড় বা হাওয়ার গতিবেগ এখনও বেশ রহস্যজনক।

গত ২১ জানুয়ারি Astronomy and Astrophysics জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। যেখানে ঝড় বা হাওয়ার গতিবেগ ব্যাখ্যা করা হয়েছে। জায়ান্ট টেলিস্কোপ (ভিএলটি)-র সাহায্যে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র বিজ্ঞানীরা এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন। সূত্র : কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়