দ্বাদশ ইরান আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনী ‘ইরান এয়ারশো ২০২৪’ মঙ্গলবার সকালে দক্ষিণ ইরানের কিশ দ্বীপে শুরু হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী, ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের (আইএআইও) সিইও ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি, ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজে ফরদ এবং ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (সিএও) এর সিইও সিভাশ পুরফারজানে।
দ্বাদশ ইরান ইন্টারন্যাশনাল এয়ার শো ১০ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। এটি ইরানের মহাকাশ শিল্পের বৃহত্তম সমাবেশ হিসেবে স্বীকৃত।
‘ইরান এয়ারশো ২০২৪’ এ দেশী এবং বিদেশী কোম্পানি, গবেষণা কেন্দ্র, মহাকাশ স্কুল এবং জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :