শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটার সৈকতে পর্যটকের ভিড়,  গতি ফিরছে ব্যবসা বানিজ্যে 

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী)  প্রতিনিধি : সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আনাগোনায় অনেকদিন পর্যন্ত স্থবির হওয়া ব্যবসা বানিজ্যে গতি ফিরতে শুরু করছে। স্থবির হয়ে পড়া সকল কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে ব্যস্থতা বেড়েছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীদের মাঝে। শীতের শুরুতেই পর্যটকরা আনাগোনা বেড়েছে কুয়াকাটায়।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং শ্যামাপূজা বা কালীপূজা ছুটি থাকায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের ১কিঃমিঃ জায়গা জুড়ে পর্যটকদের হৈ-হুল্লোড়। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে।

অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্থতা দেখা গেছে  কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল  ব্যবসা প্রতিষ্ঠানে। হোটেল মোটেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা এখন  থেকে এমন  পর্যটকদের আনাগোনা থাকলে তাদের সংকট কাটিয়ে উঠবে খুব শ্রীঘ্রই। 

সৈকত লাগোয়া চা বিক্রেতা মো. সোবাহান বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে। ক্যামেরাম্যান আলমাছ  বলেন, গত সপ্তাহ থেকে মোটামুটি  পর্যটক আসতে শুরু হয়েছে।  আজ ভালোই পর্যটক বাড়ছে। আমরা আমাদের সংকট কাটাতে পারব।আচার বিক্রেতা মো.সগির বলেন, পর্যটকরা এখন বেশি ক্রয় করেনা। শুধুই ঘুরে ফিরে চলে যায়। তবে আগের চাইতে বিক্রি বাড়ছে।

সৈকত লাগোয়া খাবার হোটেলর ব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, বর্ষা সিজনে বেচা কিনা খুবই খারাপ ছিল । শুক্রবার থেকে ভালোই বিক্রি করতে পারছি। আজ আরো বাড়ছে।  এখন আমাদের দুশ্চিন্তা কাটবে।  সৈকত লাগোয়া কাপড় ব্যবসায়ী মো. জলিল বলেন, বেঁচা কিনি নাই বিগত দেড় মাস ধরে।এখন কিছু পর্যটকদের আনাগোনা বাড়ছে আশা করছি দ্রুতই স্বরুপে ফিরবে আমাদের ব্যবসা বানিজ্য।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ  মোতালেব শরীফ বলেন,বাড়তে শুরু করছে পর্যটক। আসা করছি এখন  থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হচ্ছে তার সাথে পর্যটকের আগমন ঘটেছে। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের  পুলিশ সুপার একে আজাদ বলেন, আমরা সম্পূর্ণভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমনে যা যা করা দরকার তা সব করা হবে। আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়