শিরোনাম
◈ ফরিদপুরের ভাঙ্গায় এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর বিরোধ, অতপর... ◈ হারুনের সঙ্গে বাগবিতণ্ডা , সমন্বয়ক বাকের দিলেন সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা ◈ ক্ষতিকর মাত্রায় রাসায়নিক ৯ শাক-সবজিতে,  বেশি মাত্রায় হেভি মেটালের উপস্থিতি পাওয়া গেছে লালশাকে : বিএফএসএ’র গবেষণা ◈ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি মামুন ও শহীদুল ◈ পরাজিত হলে এটাই শেষ নির্বাচন : ট্রাম্প ◈ মসজিদের তবারক নিয়ে ঝগড়া: একজনকে পিটিয়ে হত্যা ◈ ড. ইউনূস-জো বাইডেন বৈঠক: গুরুত্ব পাবে চার ইস্যু ◈ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ ওবায়দুল কাদেরকে নিয়ে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান ◈ বাতাস ‘খুব অস্বাস্থ্যকর, দূষণে আজ শীর্ষে ঢাকা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০২ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : আশ্রাফুর রহমান রাসেল

বাতাস ‘খুব অস্বাস্থ্যকর, দূষণে আজ শীর্ষে ঢাকা

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৮ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২১৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ প্রথম স্থানে উঠে এসেছে ঢাকার নাম।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৮৬ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৪২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়