শিরোনাম

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৪, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও সহিংস পরিস্থিতিতে বিপর্যয়ে পর্যটন শিল্প: ২ মাস পর্যন্ত বিদেশিদের সব বুকিং বাতিল 

সালেহ ইমরান: [২] শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে টানা এক সপ্তাহের সহিংসতায় সীমাহীন ক্ষতির শিকার হয়েছে দেশের পর্যটন খাত। এতে  দেশের অভ্যন্তরীণ পর্যটন যেমন স্থবির হয়ে পড়েছে তেমনি বন্ধ হয়ে গেছে বিভিন্ন প্যাকেজে সাধারণ পর্যটকদের বিদেশ ভ্রমণ। এদিকে বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করায় বাতিল হতে শুরু করেছে বিদেশিদের অগ্রিম বুকিং। (আজকের পত্রিকা ০৪-০৮-২০২৪) 

[৩] জানা গেছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বেশকিছু দেশ বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে বেশিরভাগ টু্যুর অপারেটর প্রতিষ্ঠানের আগামী দুই মাসের সব বুকিং বাতিল করা হয়েছে। 

[৪] বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ায় নিযুক্ত এজন্সিগুলো বলছে, নানা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণভিসা এখনো বন্ধ। মালয়েশিয়াও কোনো ভিসা ইস্যু না করার কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশিরা  বেশি ভ্রমণ করেন এমন কয়েকটি দেশও ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি করছে। এমনকি কর্মী হিসেবে যেতেও  সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়া যাচ্ছে না। (বাংলানিউজ ০৩-০৮-২০২৪) 

[৫.১] পর্যটন খাত সংশ্লিষ্টরা জানান, সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটনের মৌসুম ধরা হলেও এখন পর্যটকরা সারা বছরই ভ্রমণ করে থাকেন। সেই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সাধারণ সভা, কর্মশালা এসব আয়োজন করে থাকে পর্যটন এলাকার হোটেল-রিসোর্টগুলোতে। 

[৫.২] গত মাস থেকে চলা অস্থিরতায় বাংলাদেশের প্রথান পর্যটন স্পট কক্সবাজারের প্রায় পাঁচ হাজার হোটেল-মোটেল-রিসোর্টে ব্যবসা সেই বললেই চলে।  হোটেলগুলোর দৈনিক ধারণ ক্ষমতা দুই লাখের বেশি। গত সপ্তাহে  হোটেলগুলোর মাত্র ২০ শতাংশ রুম বুকিং হয়েছে। আর চলতি সপ্তাহে আবারো অস্থিরতা শুরু হওয়ায় বুকিং একবারে বন্ধ। একই অবস্থা রাঙ্গামাটি, বান্দরবান, কুয়াকাটা, সাজেক, সিলেটসহ দেশের সব পর্যটন কেন্দ্রের। (রাইজিংবিডি ০২-০৮-২০২৪)  

[৬] ট্যুর অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব)  পরিচালক মোহাম্মদ ইউনূস বলেন, পর্যটনের সঙ্গে জড়িত ১১৯টি খাতের সবাই ক্ষতিগ্রস্ত। আগামী সেপ্টেম্বরে পর্যটন মৌসুম শুরু হবে। সে সময়ে সব স্বাভাবিক হলেও পর্যটক পেতে সময় লাগবে। কারণ পর্যটকরা অনেক আগে থেকেই বুকিং দিয়ে খাকেন।  

[৭] ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সভাপতি আব্দুস সালাম আরেফ জানান,  দেশের অস্থির অবস্থায় কেউ ভ্রমণে যায় না। এক সপ্তাহ কিছুটা স্বস্তির পর আবারও অস্থিরতা শুরু হওয়ায় সবার মধ্যে একটা শঙ্কা কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বভাবিক না হলে আগামী পর্যটন মৌসুমে তারা সীমাহীন ক্ষতির শিকার হবেন। (ঢাকা পোস্ট ০৩-০৮-২০২৪) সম্পাদনা: সমর চক্রবর্তী 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়