শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রাবণেও চৈত্রের তাপদহ: অতিষ্ঠ জনজীবন 

সালেহ ইমরান: [২] বর্ষার প্রথম মাস আষাঢ় পেরিয়ে এখন শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, তবুও নেই কাঙ্খিত বৃষ্টি। টানা দু’সপ্তাহ হতে চললো ঢাকায় ভারী বৃষ্টি হয়নি। প্রচণ্ড গরমে জনজীবনে হাসফাঁস অবস্থা। দিনের বেলায় ঠা ঠা রোদে বাইরে  বের হওয়া দায়। আকাশে মেঘের কোনো ঘনাঘটা নেই। মাঝেমধ্যে কিছুটা  মেঘ  দেখা গেলেও তা কেটে যাচ্ছে রোদের তেজে।  কোথাও ছিটেফোটা সামান্য বৃষ্টি হলেও তা স্বস্তির বদলে ভ্যাপসা গরমকে আরো উস্কে দিচ্ছে। আবহাওয়াবিদরা ভরা বর্ষায় প্রকৃতির এমন আচরণকে অস্বাভাবিক মনে করছেন। 

[৩]  বেশ কিছুদিন ধরেই ঢাকাসহ সারাদেশে চৈত্রের মতো তাপদহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, উত্তর  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ভারী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে এবং এজন্য গরম বেড়েছে। আবহাওয়া বিভাগ আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারছে না। 

[৪] শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন বান্দরবানে ২৫ ডিগ্রি। রাজধানী ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩৫.৫ ও ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাকে ভরা গ্রীষ্মের তাপমাত্রার মতোই মনে করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। 

[৫] আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। 

[৬] শুক্রবার ও শনিবার দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে বেশিরভাগ স্থানে একফোঁটা বৃষ্টিও হয়নি। 

[৭] এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের জন্য সমুদ্র উপকূল ও বন্দরসমূহের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়