শিরোনাম
◈ ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত, পাল্টা আক্রমণ ◈ নিজেদের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে ট্রানজিট করেছি: সংসদে প্রধানমন্ত্রী  ◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ নতুন শিক্ষাক্রমে প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ◈ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আগের বন্যার পর নদ-নদীগুলোর পানি কমে আসায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু এ ক্ষত না শুকাতেই জুলাইয়ের প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জের নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

[৩] শুক্রবার রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার মধ্যমেয়াদি পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে, দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকার উজানের কতিপয় স্থানে বিভিন্ন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী এবং সময় বিশেষে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

[৪] এদিকে, শনিবার সকাল থেকে এর প্রভাব পড়েছে এ জেলার বিভিন্ন উপজেলায়। সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে গত ১৬ই জুন থেকে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েছিল সিলেট ও সুনামগঞ্জের মানুষজন। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে পানি বন্দি হয়ে পড়েছিল প্রায় ১০ লাখ মানুষ। 

[৫] সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ২-৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।

[৬] এদিকে, শনিবার সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও বজ্রপাত হতে পারে। এছাড়া বর্ধিত আরো পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়