শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভীড়

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটকদের ভীড় লক্ষ্য করা গেছে। হাজারো পর্যটকদের ভীড়ে কুয়াকাটায় দীর্ঘদিন পর আবার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের তালে তাল মিলিয়ে নেচে গেয়ে সমুদ্রে গোসল, হৈ হুল্লোড় আর সৈকতে খেলাধুলা আনন্দের সীমা নেই পর্যটকদের মাঝে। সূর্যোদয়-সূর্যাস্তের মনোলোভা দৃশ্য অবলোকন'সহ সৈকতে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর উম্মাদনা ভ্রমণের নতুন এক অনুভূতি জোগায়।

কুয়াকাটার টুরিস্ট স্পট গুলো যেমন লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইনদের তাতঁ পল্লী, আলীপুর-মহিপুর মৎস্যবন্দর, সমুদ্রপথে ট্যুরিস্ট বোটে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চলে পর্যটকদের আনাগোনা দেখা গেছে। ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত সকলের মনে আনন্দের জোয়ার।

খুলনা থেকে মোটরবাইক যোগে আসা একঝাঁক তরুণ বলেন, গাড়ি ভাড়া অনেক বেশি। জনপ্রতি আসতে যাইতে গাড়িতে অনেক টাকা খরচ হয়। তাই ভেবে আমরা ১৪ জন সাতটি মোটরসাইকেল যোগে চলে এসেছি। আমাদের অনেক কম খরচ হয়েছে। 

খান প্যালেজ হোটেলের সত্বাধিকারী মো: রহিম খান বলেন, এ বছর অতি গরমে তেমন পর্যটক হয়নি। ঈদ উপলক্ষে পর্যটক যাও আসবে বৈরী আবহাওয়ায় কারনে কি হয় জানিনা।

টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ জানান, পর্যটকের নিরাপত্তা জোরদার করেছি, আমরা সার্বক্ষণিক প্রস্তুত। 

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা সার্বক্ষণিক পর্যটকের সেবায় নিয়োজিত আছি। গরম বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভাল পর্যটক আসছে, সামনের দুই দিনে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়