শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নিম্নচাপের প্রভাবে বাতাস শুরু, বঙ্গোপসাগর-নাফনদীতে বেড়েছে পানি

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিম্নচাপের প্রভাবে বাতাস শুরু হয়েছে। ফলে বঙ্গোপসাগর- নাফনদীতে বেড়েছে পানি। সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’, আরবি এই শব্দের অর্থ বালু। এর গতিপথ এখন পর্যন্ত বাংলাদেশের উপকূলের দিকে। 

[৩] এটি আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগোতে থাকায় শনিবার (২৫ মে) সকাল থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ও সেন্টমার্টিন- শাহপরীর দ্বীপে বাতাস শুরু হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও নাফনদীতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট বেড়েছে। এটি নিয়ে ঝুঁকিতে আছেন সীমান্তঘেঁষা নাফনদীর শাহপরীর দ্বীপ ও বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা।

[৪] আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে ২৪ মে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকালের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

[৫] এদিকে টেকনাফ শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সীমান্ত সড়কের পূর্বে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা নাফনদীর পাড়ে অবস্থিত শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও বঙ্গোপসাগরের ঘেঁষা এখনও কয়েক শতাধিক পরিবারের মানুষের বসবাস। এখনও ভাঙনের ভয়ে আতংকিত হয়ে আছে দ্বীপটির লোকজন। এমনকি বিলীনের পথে দুটি বিদ্যালয় ভবন। এ ছাড়া গত বছর মে মাসে ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ।

[৬] শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘ঘূর্ণিঝড় ও ভারি ভারি বৃষ্টির কথা শুনলে বুকে ব্যথা শুরু হয়। আমরা নাফনদীর তীরে এখনও প্রায় শতাধিক পরিবার বসবাস করি। মাথা গোঁজার ঠাঁই নেই বলে নদীর পাশে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছি। কিন্তু ঘূর্ণিঝড় আসার খবরে আমরা সবাই খুব চিন্তিত। কেননা গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় ‘মোখায়’ আমাদের এখানকার লোকজনকে তছনছ করে দিয়েছিল।’

[৭] সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুস সালাম বলেন, টেকনাফ উপজেলার সব চেয়ে ঝুঁকিপূর্ণ শাহপরীর দ্বীপের উপকূলীয় এলাকা জালিয়া পাড়া। এই এলাকায় প্রায় ৫০০ মানুষ নাফনদীর পাড়ে জীবনযাপন করছেন। ঘূর্ণিঝড়ে প্রতি বছর এই এলাকার মানুষ ঘরহারা হচ্ছে।’

[৮] তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ২৫ মে শনিবার সকাল থেকে বাতাস শুরু হয়েছে। ফলে নৌকা-ট্রলারগুলো কূলে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এ ছাড়া নাফনদীর পাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে পরিস্থিতি দেখে তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

[৯] অন্যদিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সকাল থেকে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি প্রচণ্ড বাতাস শুরু হয়েছে।

[১০] সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা এডভোকেট কেফায়েত উল্লাহ বলেন, শনিবার দুপুরের পর থেকে বাতাস শুরু হয়েছে। এ ছাড়া অন্যদিনের তুলনায় সাগর উত্তালের পাশাপাশি পানিও বেড়েছে। দ্বীপবাসীর বসবাস সাগরের পাড়ে, যার কারণে আমরা ঘূর্ণিঝড় এলে খুব বেশি ভয়ে থাকি।’

[১১] এব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন মনে হচ্ছে বড় কিছু হতে যাচ্ছে। দ্বীপে সাগর উত্তাল রয়েছে। দুপুরের পর থেকে আকাশ মেঘ থাকলেও বাতাস শুরু হয়েছে। এ ছাড়া স্বাভাবিকের চেয়ে সাগরের পানির উচ্চতা বেড়েছে।’

[১২] সাবরাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফারিহা ইয়াছমিন বলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মানুষের ঘূর্ণিঝড় ও ভারি ভারি বৃষ্টি, বাতাস হলে ভয়ে আতংকিত হয়ে পড়ে, কারণ এই এলাকার অনেক মানুষ সাগর পাড়ের বসবাস। বর্তমানেও অনেক পরিবার ভাঙা ঘরে কোনোরকম জীবন পার করছে। গত বছরও ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি হারিয়েছিল দ্বীপের লোকজন।

[১৩] এবিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘মেডিক্যাল টিমসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সাগর-নাফনদীর কারণে আমরা সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপকে বেশি গুরুত্ব দিচ্ছি।

[১৪] এদিকে শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৮.২০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়