শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

মৃত ইরাবতী ডলফিন

উত্তম হাওলাদার, কলাপাড়া: [২] এটি প্রায় সাত ফুট লম্বা। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া উঠে গেছে। ইরাবতী জাতের মৃত এ ডলফিনটির মুখে জাল প্যাচানো রয়েছে। 

[৩] শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে এটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পাওয়ার সাথে সাথে এটিকে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় সদস্যরা নিরাপদ স্থানে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করে। 

[৪] এর আগে গত ২ মে সৈকতে আরো একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। 

[৫] স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, জোয়ারের সময় সাগরের ডেউয়ের তোরে তীরে এসে মৃত এ ডলফিনটি সৈকতের বালিয়ারিতে আটকা পরে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। পরে বিষয়টি বনবিভাগকে জানাই। তবে ডলফিনটি শরীরের উপরে সম্পূর্ণ চামড়া উঠে গেছে।

[৬] গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন,  মৃত এ ডলফিনটি ইরাবতী জাতের। এটির শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরও দুই-তিন আগে মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি। 

[৭] কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মৃত এই ডলফিনটিকে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি। 

[৮] বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায় এজন্য মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়