শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

হ্যাপী আক্তার: [২] চলমান তাপপ্রবাহ কমে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ তারিখ থেকে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনে দেশব্যাপী তাপ্রপবাহ বিস্তৃত হলেও শুক্রবার (১৭ মে) ঝড়বৃষ্টি শুরু হয়েছে সিলেট বিভাগে। এ অবস্থায় শনিবার (১৮ মে) সকাল ৯টার মধ্যে বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সূত্র: চ্যানেল আই, আর টিভি

[৩] আবহাওয়াবিদ মনোয়ার জানান, ২০ মে থেকে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও টানা ১-২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ কমে যাবে। তিনি জানান, এই মাসে তাপপ্রবাহ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। সূত্র: চ্যানেল আই

[৪]  বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ জানান, আগামী ২০, ২১, ২২ ও ২৩ মে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে।

[৫] খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। তুলনামূলকভাবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।  এসময় দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় অতিরিক্ত বজ্রপাত হবার সম্ভাবনা বেশি।

[৬] নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, সিলেটের বিভিন্ন অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সূত্র: আর টিভি

[৭] এদিকে শুক্রবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজশাহীতে ৩, নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ২ ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।

[৮] আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপরের ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়