শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৮:৪৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি হলেও কমবে না গরম, হিটস্ট্রোকে মৃত্যু অন্তত ২

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সারাদেশে কয়েক দিন গরমের তীব্রতা কম থাকলেও বুধবার থেকে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এ কারণে দুই দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহের ফলে বৃহস্পতিবার সারাদেশে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

[৩] এর মধ্যে সিলেট নগরের জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে শফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারী হেঁটে যাওয়ার সময় ফুটপাতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নগরের শহীদ সামসুদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের ধারণা ‘হিটস্ট্রোকে’ মারা গেছেন এই পথচারী। সূত্র: বাংলা নিউজ ২৪

[৪] অপর মৃত্যুর ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। উল্লাপাড়া উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে বিষ্ণুপদ মজুমদার (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, প্রচণ্ড গরমে সকাল ১০টার দিকে ধারক্ষেতেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

[৫] এদিকে আবাহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

[৬] আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, মে মাসজুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে কিছু এলাকায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাই গরম কমার সম্ভাবনা নেই বললেই চলে।

[৭] শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

[৮] অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ মে’র পর সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরোতে পারে; যা শক্তিশালী হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে সেটা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে কিনা তা এখনও বলা যাচ্ছে না। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে রেমাল।

[৯] ভারতের আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী এ ঘূর্ণিঝড়। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়