শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসে আরও তাপপ্রবাহের শঙ্কা, শনিবার হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মে মাসেও আছে ২টি অতি তীব্র এবং ৩টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চলতি সপ্তাহে সারাদেশে বৃষ্টি হয়ে তাপমাত্রা কমতে পারে। তবে ১১ মে থেকে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। শনিবার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

[৩] এই আবহাওয়াবিদ বলেন, শনিবার রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।

[৪] তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারের মে মাসের গড় তাপমাত্রা বেশি থাকবে। সাধারণত মে মাসের গড় তাপমাত্রা থাকে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। আগামী ১১ মে’র পর আবার তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে এপ্রিলের চেয়ে মে মাসের তাপমাত্রা কম থাকবে।

[৫] দেশের অনেক স্থানেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। 

[৬] শনিবার বিভিন্ন গণমাধ্যম ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে দেখা গেছে, এদিনেও হিটস্ট্রোকে ২ জন মারা গেছেন। 

[৭] বরিশালের প্রতিনিধি নাজমুল হকের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, ধান কাটতে গিয়ে এদিন সকালে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে শ্রমিক জামাল ফরাজী (২৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় এ ঘটনা ঘটে। 

[৮] অনলাইন গণমাধ্যম ‘ঢাকা মেইল’র প্রতিবেদন অনুযায়ী, এদিন সাবের আহম্মদ ইমন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম শহরের ওয়ার্লেস এলাকায় এ ঘটনা ঘটে। সম্পাদনা: এম খান

এসসিডি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়