শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ১০:২৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব এমএএফ'র

এম আর আমিন, চট্টগ্রাম: [২] প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার প্রকৃতি ও পরিবেশে এর ভারসাম্য ও স্থিতিশীলতার। পাশাপাশি চট্টগ্রামের প্রাকৃতিক জল চলাচলের জায়গা গুলোকে সচল রেখে, কর্ণফূলী নদী, হালদো নদীকে সংরক্ষন, জলাবদ্ধতা নিরসন, গাছ কাটা, পাহাড় কাটা, পলিথিন ইত্যাদি বিষয় গুলো নিষিদ্ধ করে চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করা দরকার। যাতে পরিবেশ কমিশন সব বিষয় সমূহকে যথাযথ ভাবে মনিটরিং ও ফলোআপ করতে পারে।

[৩] পাশাপাশি এনভায়রনমেন্টাল এডুকেশনকে পাঠ্য বইয়ে সংযোজন করা এবং দেশীয় গাছ ও ফল ফলাদির বীজ গুলোকে সংরক্ষণ  করা দরকার এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং পরিবেশ সুরক্ষা আইন কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে এই কথা গুলো বলেন চট্টগ্রামের পরিবেশ রক্ষায় টাউন হল সভার বক্তারা।

[৪] মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক কমিউনিটি টাউন হল সভা ৩০ এপ্রিল, মঙ্গলবার ২০২৪, চট্টগ্রাম শহরের বালি  আর্কেড এর কপার চিমনী রেস্টুরেন্ট’র কনফারেন্স হলে অনুষ্টিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন।

[৫] এতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত গুলো উত্থাপন করা হয়।

[৬] ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব সদরুল আমিন। 

[৭] মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের কার্যক্রম তুলে ধরেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

[৮] এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মুহাম্মদ এমরান, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা কেন্দীয় নির্বাহী কমিটির সভাপতি এম.এ. হা্শেম,রাজু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল গফুর, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আকতার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর,সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগঠক ও  বিশ্ব সাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম প্রফেসর আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্স ল্যাব এর সমন্বয়কারী অধ্যাপক ড.মনজুরুল কিবরিয়া, দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক ও পরিবেশ মানবাধিকার আন্দোলন -পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, পরিবশেবাদী সংগঠন ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), চট্টগ্রাম এর সদস্য সচিব ও প্রাণ প্রকৃতি পরিবেশ বিষয়ক পত্রিকার সম্পাদক শারুদ নিজাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইকবাল সরওয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স এর প্রভাষক কিশোয়ার জাহান চৌধুরী তুলি , সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, ইপসার প্রতিনিধি এম এ সবুর, নওজোয়ানের প্রতিনিধি সরোজ কান্তি,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামে অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেকটোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি ও অপারেশন এসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি প্রমূখ।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়