রাশিদ রিয়াজ : দেশি এবং বিদেশি উভয় পর্যটকদের আকৃষ্ট করতে ইরানের মুক্ত অঞ্চলগুলিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ফলে চলতি ফারসি বছর শেষ হওয়ার আগে এসব মুক্ত অঞ্চলে ত্রিশ লক্ষাধিক বিদেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
মেহর নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাতকারে মুক্ত অঞ্চলের পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ-ফারজাদ মির্জাই-কালে জানান, গত ফারসি বছরে ২৮ লাখ ৯৩ হাজার বিদেশি পর্যটক দেশের মুক্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করে।
গেল বছর অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা সম্পর্কে তিনি জানান, মুক্ত অঞ্চলগুলির প্রবেশপথে ৩ কোটিরও বেশি দেশীয় পর্যটকের তথ্য রেকর্ড করা হয়েছে। তবে বিমানবন্দর এবং বন্দরগুলিতে আগমনের সংখ্যা এতে গণনা করা হয় না বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :