শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:৪৩ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছর পর সিনেমায় ফিরছেন টুইঙ্কল খান্না

হ্যাপি আক্তার: [২] বলিউডের পর্দা থেকে একেবারে গায়েব টুইঙ্কল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল টুইঙ্কল খান্নাকে। তারপর হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করে ফেললেন টুইঙ্কল। সংসারে দিলেন মন। দুই সন্তানকে নিয়ে দিব্যি আছেন অক্ষয় ঘরণি টুইঙ্কল। ঠিক এই সময়টাই টুইঙ্কল হয়ে উঠলেন লেখিকা। একের পর এক লিখতে শুরু করলেন গল্প। তবে শুধু গল্পই নয়, এক সংবাদপত্রের জন্য নিয়মিত কলমও ধরেন টুইঙ্কল। সংবাদ প্রতিদিন

[৩] তবে নতুন খবর হল ১১ বছর পর ফের সিনেমার পর্দায় ফিরতে চলেছেন টুইঙ্কল খান্না। তাঁর লেখা গল্পেই তৈরি এই ছবির চিত্রনাট্য।

[৪] খবর অনুযায়ী, টুইঙ্কল খান্নার লেখা ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর সালাম নানি আপা গল্পকে সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক সোনাল ডাবরাল। এর আগে টুইঙ্কলের লেখা ছোটগল্প থেকেই তৈরি হয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’।

তা কীরকম গল্প বলবে টুইঙ্কলের এই ছবি?

[৫] এক দিদা ও দিদার বোনের সম্পর্কই এই গল্পের মূল। যার মধ্যে ফুটে উঠবে জীবন দর্শন, প্রেম। তবে এই গল্পের মধ্যে রয়েছে রহস্য ও রোমাঞ্চও। শোনা গিয়েছে, টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে ডিম্পল কাপাডিয়াকে। তবে শুধু ডিম্পল নয়, শোনা যাচ্ছে টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে অক্ষয় কুমারকেও।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়