শিরোনাম
◈ গত ২৪ ঘন্টায় রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেফতার ২০৬ ও মামলা ৫৩ ◈ কাগজই কেনা ১০২ কোটি টাকার মতো, সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে: এনসিটিবি চেয়ারম্যান ◈ সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান ◈ কেনো এনসিপি নিয়ে অস্বস্তিতে বিএনপি? যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ভিডিও) ◈ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: জামায়াতের আমীর ◈ পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চার উদ্যোগ, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত ◈ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, পদক পাচ্ছেন আরও ৭ জন ◈ ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় প্লেনকে প্রতিহত করল মার্কিন যুদ্ধবিমান ◈ তারেক রহমান দেশে ফিরবেন কবে? এখনো যে মামলার দণ্ড রয়ে গেছে, যা জানাগেল

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুড়ঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী

শিমুল চৌধুরী ধ্রুব: নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে মিউজিক চুরি বা নকলের অভিযোগ পুরোনো। এর আগে ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’র টাইটেল ট্রাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। তখন এই নির্মাতা বলেছিলেন, তিনি মূল মিউজিকটি থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন। এবার আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-র বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে।

আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি নির্মিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এর মধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির একটি ভিডিও ক্লিপ। সেখানে ছবির কয়েকটি দৃশ্য উঠে এসেছে। নিশোকেও দেখা গেছে ভিন্ন ভিন্ন রুপে। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও পাচ্ছে। কিন্তু বিতর্ক শুরু হয়েছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, এই মিউজিকটি নকল। তারা দাবিকে শক্ত করতে মূল মিউজিকের ইউটিউব লিংকসহ পোস্ট-কমেন্ট করছেন বিভিন্ন পেজ ও গ্রুপে। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা রায়হান রাফী। আমাদেরসময় ডটকমকে তিনি বলেন, ‘এই যুগেও মানুষ এতটা বোকা হয় কেমন করে! আমি চাইলেও তো এখন অন্যের মিউজিক চুরি করতে পারবো না। কেউ সেটা বের করার আগে ফেসবুক ইউটিউবই আমাকে ক্লেইম দেবে। এমনকি আমার কনটেন্টটিও গিলে ফেলতে পারে। মামলা মোকদ্দমা জরিমানা অভিযোগ তো পরের বিষয়। ফলে আমি যা করেছি, সহি পদ্ধতিতেই করেছি। চুরি ভেবে কারও খুশি হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও জানান, এই ট্র্যাকটি তার ছবির প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে।

উল্লেখ্য, এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। তার বিপরীতে আছেন অভিনেত্রী তমা মির্জা। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসএইচডি/আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়