শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাশ্মির ফাইলস’, ‘কেরালা স্টোরি’র পর বিতর্কে ‘৭২ হুরেঁ’

শিমুল চৌধুরী ধ্রুব: ‘দ্য কাশ্মির ফাইলস’ দিয়ে বিতর্কের শুরু। এরপর মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’, যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি চলচ্চিত্র। নাম ‘৭২ হুরেঁ’। রোববার সিনেমাটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। আর তারপরই আলোচনা শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের এই চলচ্চিত্রটি। সূত্র: এবিপি লাইভ

ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের কথা। ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’ 

পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজ ধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

‘৭২ হুরেঁ’ সিনেমাটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই সিনেমাটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। এই বিষয়গুলো শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

২০১৯-এ গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হয়েছিল সিনেমাটি। আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সঞ্জয় পুরাণ সিংয়ের ‘৭২ হুরেঁ’। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়