শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পরীমণি’ সেজে পুরস্কার জিতল বিড়াল

শিমুল চৌধুরী ধ্রুব: মডেলদের নিয়ে এতদিন র‌্যাম্প শো করার কথা শোনা গেলেও বিড়াল নিয়ে দেশে কখনোই র‌্যাম্প শো আয়োজন করতে দেখা যায়নি। এবারই প্রথমবারের মত ইন্টারন্যাশনয়াল সোসাইটি অব এপ্লাইড ইথোলজি’র সমন্বয়ে বিড়ালের র‌্যাম্প শো ‘যেমন খুশি তেমন সাজাও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। সূত্র: দেশ রুপান্তর

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাব প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

র‌্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে নিয়ে আসেন প্রতিযোগীরা। বিড়ালের চোখে সানগ্লাস, গায়ে শাড়ী-দামি পোশাক, গলায় বিভিন্ন রংয়ের ফিতা, মাথায় টুপি-মুকুট, কোমরে বেল্ট ও বিড়ালের গায়ে বিভিন্ন ধরণের কসমেটিকস দিয়ে সাজানো হয়। তেমনি এই শোয়ে বিড়ালকে চিত্রনায়িকা পরীমণি রূপে উপস্থাপন করেন পদ্মা আবাসিক এলাকার রিদিতা। র‌্যাম্প শোতে তার বিড়ালটি পুরস্কারও জিতে নেয়। সূত্র : কাল বেলা

এ প্রসঙ্গে রিদিতা বলেন, আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। তাকে পরীমণি সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। তার ভালো পারফর্মে পুরস্কার পেয়েছি আমি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকেই উপস্থিত ছিলেন যাদের কেউ তাদের বিড়ালকে রানি এলিজাবেথ কেউবা আবার ডাক্তার সাজিয়ে প্রদর্শন করেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়