শিরোনাম
◈ জাতীয় পার্টির সঙ্গে কথা বলা যৌক্তিক মনে করছি না: উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ বিএনপি বলছে সম্ভব, জামায়াত বলছে না ◈ তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ◈ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার ◈ প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন ◈ ২০ তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারত : বিজেপি নেত্রী (ভিডিও) ◈ পাকিস্তান সুপার লিগ খেলে মজা পাবি, রিশাদকে বললেন তামিম ইকবাল ◈ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ◈ টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস ◈ মাটিচাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবি পোস্ট করে তোপের মুখে অভিনেত্রী মারিয়া মিম

শিমুল চৌধুরী ধ্রুব: ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মারিয়া মিমও একজন মডেল ও অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকেই ফ্রান্সে স্থায়ী হয়েছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে ব্যপক সক্রিয় এই মডেল। নিয়মিত আবেদনময়ী লুকের ছবি শেয়ার করে ভক্তদের সাথে সংযুক্ত থাকেন মিম। এবার ফেসবুকে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা বেশ কিছু ছবিতে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন মারিয়া মিম। তবে শুধু ছবিই নয়, আপত্তিকর ক্যাপশনের কারণেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। কয়েকদিন আগে সংবাদপত্র হাতে, গায়ে কোনো পোশাক ছাড়াই এক ছবিতে দেখা গেছে তাকে। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, আজকাল কেউ সংবাদপত্র পড়ে না সবাই শুধু দেখে।

এরপর এই মডেলকে দেখা যায় বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে। ওই ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন, সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে। এরপর গত বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেদনময়ী রূপে আরও দুটি ছবি প্রকাশ করেন তিনি। যেই ছবির ক্যাপশন ছিল আরও আপত্তিকর। সেখানে লিখেছেন, সবাই ভাবে সুযোগ পাবে, সকাল বিকাল তোমায় খাবে।

মিমের এই ছবির কমেন্টবক্সে নানা রকমের মন্তব্য করেছেন নেটিজেনরা। যার অধিকাংশই নেতিবাচক। আরমান নামে একজন লিখেছেন, ভাইরাল হওয়ার পন্থা এটাই। রানা রাজ লিখেছেন, লজ্জা শরম এমন জিনিস যা সবার থাকতে হয়। আব্দুর রহিম লিখেছেন, ক্যাপশন দেখে তো গরম বেড়ে গেছে। আনিকা তাবাচ্ছুম নামের একজন লিখেছেন, দিন দিন উরফি জাবেদ হয়ে যাচ্ছে।’ যদিও এসব কোনো মন্তব্যরই জবাব দেননি মারিয়া মিম। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়