শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:১১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুগার ড্যাডি ছিল না: ফারিয়া

শিমুল চৌধুরী ধ্রুব: ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার এই চরিত্রটি এতোটাই জনপ্রিয় হয়েছে যে বেশিরভাগ দর্শক তাকে অন্তরা নামেই চেনে। এই ধারাবাহিকে কাজ করার পর অভিনয়ে কিছুটা ব্যস্ততা বেড়েছে তার। ফেসবুক

এই অভিনেত্রী সময় পেলেই ঘুরতে পছন্দ করেন। ব্যস্ততার ফাঁকে একটু অবকাশ পেলেই ঘুরে বেড়ান বিভিন্ন নান্দনিক স্থানে। সেই ধারাবাহিকতায় এবার সুদূর চীনে ছুটে গেলেন ফারিয়া। সেখানে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত ফেসবুকে পোস্ট করছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৬ মে) ফারিয়া শাহরিনকে দেখা গেল চীনের গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীরে। এর আগে ২৫ মে তিনি সাংহাই থেকে বেইজিং গেছেন। সেখান থেকে গেছেন চীনের মহাপ্রাচীরে। সেই সময়ের কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। এতেই অনেকে প্রশ্ন তুলেছেন ‘হঠাৎ চীনে গেলেন কেন? আর এমন ঘুরে বেড়ানোর খরচইবা কোথায় পান?’

এমন কটু প্রশ্নের শক্ত জবাবও দিয়েছেন শাহরিন। নিজের ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘সবাই বিদেশ গেলে কিছু হয় না, আর আমি চায়না আসছি, কত মানুষ আমাকে নক করল। কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাশাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে একটু মাথায় বা শরীরে বরফ দিন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে।’

ফারিয়া আরো লেখেন, ‘সুগার ড্যাডি থাকলে এতো দিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকত। খোঁজ নিয়ে দেখেন আমি জিরো। যে টাকা আয় করি, সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়