শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি

শিমুল চৌধুরী ধ্রুব: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্ত। তাকে একবার ছুঁয়ে দেখতে চান সকলেই! কিন্তু লিওনেল মেসি যদি বাংলাদেশে আসেনও, চিত্রনায়িকা পরীমণি তার ভক্ত হওয়া সত্ত্বেও তাকে দেখতে যাবেন না। দেশের একটি বেসরকারি চ্যানেলের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি। সূত্র; চ্যানেল ২৪

ওই অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? উত্তরে পরী বলেন, ‘না, আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব।’

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘না আমি যাবো না। কারণ কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই।’ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হয়েছিল আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।’

অনুষ্ঠানে আরোও বেশকিছু প্রশ্নের উত্তরও দেন তিনি। নিজের পছন্দ অপছন্দ এবং সন্তানের ভবিষ্যত নিয়েও কথা বলেন এই নায়িকা।

সন্তান রাজ্য প্রসঙ্গে পরীমণি বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের সাপোর্ট থাকা উচিত। আর বলা উচিত যে, তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের গুণাবলী যেমন তুমি উদার হও, সত্যকথা বল। এই ধরণের জিনিসগুলো আমরা যেন শেখাতে পারি। ওর পড়াশুনার দিকটা, ও ঠিকঠাক কারো সঙ্গে মিশলো কিনা, তার সার্কেলটা ঠিক আছে কিনা। ও কি হবে সে দায়িত্ব আপনার নেয়ার দরকার নেই। এই দায়িত্বটা সেই নিয়ে নেবে সে কি হতে চায়।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়