এ্যানি আক্তার: চলছে কান চলচ্চিত্র উৎসব। সারা বিশ্বের সিনেমা প্রেমীরা জড়ো হয়েছে সেই ফিল্ম ফেস্টিভালে। সেই উৎসবে শনিবার ফ্রান্সের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় প্রিমিয়ার হয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির। বিশ্বের দর্শকের কাছে নিজেদের ছবিকে তুলে ধরতে কানে পৌঁছান ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি। যে কারণে সকলের নজরে এসেছেন এই পরিচালক ও প্রযোজক জুটি, তা হল তাদের পোশাক। তাদের ছবির প্রিমিয়ারে তারা হাজির হয়েছে পাঞ্জাবী ও লুঙ্গি পরে। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জি ২৪ ঘণ্টা
গণমাধ্যমকে তিনি জানান, লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার মাথায় আসে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, এখানে আমি যেন আমার ঐতিহ্যকে তুলে ধরতে পারি। এরকম অসাধারণ একটা সুযোগ হারাতে চাইনি। আর এই সুয়োগকে কাজে লাগাতে আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরি। আর আমার ছবির পার্টনার পুলক কান্তি টি-শার্ট আর মাথায় জাতীয় পতাকা বাঁধেন। প্রথম আলো
তিনি আরও জানান, তার একবারও মনে হয়নি সেখানে কেউ আমার দিকে তাকিয়ে আছে। অনেকেই অনেকরকম পরে এসেছিল। এখানে আসলেই কেউ কারও দিকে তাকায় না। দূর থেকে কেউ আমার দিকে তাকিয়েছিল কি না আমি জানি না, আমার জ্ঞাতসারে তো কাউকে আমার পোশাক নিয়ে কটাক্ষ করেনি। সম্পাদনা: ইমরুল শাহেদ
এএ/এসএ
আপনার মতামত লিখুন :