মনিরুল ইসলাম: বিভিন্ন শ্রেণি পেশা ও বিশিষ্টজনদের নানান বিষয় নিয়ে নতুন অনুষ্ঠান '১৩ টি প্রশ্ন'। চ্যানেল আইতে প্রচার হচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায়। প্রযোজনা সেহাঙ্গেল বিপ্লব। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মুখোমুখি হন ১৩টি প্রশ্নের।
এবার ২৮ মার্চ মঙ্গলবার রাতে ১০টা ১০ মিনিটে '১৩টি প্রশ্ন' অনুষ্ঠানের অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এই অনুষ্ঠানে নানান সমসাময়িক বিষয়ে ১৩টি প্রশ্ন করা হবে আসাদুজ্জামান নূরকে। তিনি কি জবাব দিবেন তা শুনতে অপেক্ষা করতে হবে বলে জানান প্রযোজক।
এমআই/এসএ
আপনার মতামত লিখুন :