শিমুল চৌধুরী ধ্রুব: ১৬ মার্চ নিজের জন্মদিনে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন জানিয়েছিলেন, ৭৫ বছর বয়সেও বিছানায় চূড়ান্ত সক্ষম তিনি। তার এমন বক্তব্যে সোরগোল পরে যায় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। তার বক্তব্যে পাল্টা মন্তব্য করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এবার কবির সুমনের বক্তব্য প্রসঙ্গে মুখ খুললেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আনন্দবাজার
গণমাধ্যমে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনিও প্রায় লেখিকা তসলিমার পথে হাঁটেন। বলেন, আমি সামান্য জন্মদিনে নিজের পছন্দের পানীয় পান করেছি বলে সেটা নিয়ে যাচ্ছেতাই হয়েছে। এক নারী তো সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওই করে ফেললেন। আসলে আমরা হাফবেকড।
‘আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। আমাকে সমৃদ্ধ করেছেন নারীরা। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করায় বেশ এনার্জি আমার।’-সুমনের এমন মন্তব্যের প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘সক্ষম থাকা তো ভালো। শরীর ভালো থাকে। কিন্তু এই বিষয়কে দু’ভাবে দেখা যায়। আবার এটাও সত্য, তার (কবির সুমন) এ কথা যদি কোনো নারীরা বলেন, তাহলে তাকে সমাজ ছাড়বে না। জন্মদিনে নিজের অর্থে কেউ মদপান করতেই পারে। তা নিয়েই কত মন্তব্য। নারীদের নারীরাই ছোট করে। অন্যরা কী করবে?
তিনি আরও বলেন, ‘আমি তসলিমার সঙ্গে একমত। কোনো নারী এমন কথা বললে তাকে ধর্ষণ করার বাকি রাখতো মনে হয়। আসলে আমরা সঠিক শিক্ষা পাইনি। এ ক্ষেত্রে নারীদেরও কিছু দায় রয়েছে। নারীদের সেই সমতা নিজেদেরই বজায় রাখতে হবে।’
এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :