শিমুল চৌধুরী ধ্রুব: দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন দুই মেগা তারকা শাকিব খান ও সাকিব আল হাসান। দুই জগতের এই দুই তারকাকে নিয়ে সামজিক মাধ্যমে চর্চার শেষ নেই। হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাই সফরে গিয়ে আলোচনায় আসেন ক্রিকেটার সাকিব। এদিকে এক প্রযোজক মিথ্যা আশ্বাস, অসদাচরণ ও ধর্ষণের মতো অভিযোগ তোলায় গত কয়েকদিন ধরেই নিন্দিত হচ্ছেন শাকিব খান।
ইতোমধ্যে তাদের পক্ষে-বিপক্ষে অনেক তারকাই কথা বলেছেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। তাদেরই একজন হচ্ছেন অভিনেতা জিয়াউল রোশান। সোমবার (২০ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে চলমান এই সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন এই অভিনেতা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘খুব আফসোস হয় যখন দেশের সম্পদদের ইমেজ নিয়ে কেউ কথা বলে। একদিকে শাকিব খান ভাই, অন্যদিকে সাকিব আল হাসান ভাই। উনারা আমাদের দেশের দুটি মূল্যবান সেক্টরকে লিড করছেন। শাকিব ভাই সম্পর্কে চলমান সমস্যার সমাধান প্রত্যাশা করছি এবং সেটা অতি দ্রুত।’
সবশেষ তিনি লেখেন, ‘যারা দেশের বিরাট একটা অংশের সার্থকে টিকিয়ে রেখে সফলতা দিয়ে যাচ্ছে, তাদের প্রতি সাপোর্ট ও ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। আগে শাকিব ভাইকে সিনেমার হিরো হিসেবে পছন্দ করতাম। আর এখন ভালোবাসি জয় ও শেহেজাদের বাবা হিসেবে।’
এসএইচডি/এসএ
আপনার মতামত লিখুন :