শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ২১ মে, ২০২২, ১২:৫৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটিটির মতো নাটকও চলে যাচ্ছে আলোচনার বাইরে

তারকা

ইমরুল শাহেদ: চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর দোর গোড়ায় পৌঁছার পর ওটিটি প্ল্যাটফর্মের মতো নাটক নিয়েও আলোচনা অনেকটা স্তিমিত হয়ে এসেছে। নাটকের একজন নির্মাতা মগবাজার মিডিয়া গলির মুখে দাঁড়িয়ে কথা প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান, বুবলী, পূজা চেরীদের আলোচনার মুখে আমাদের নাটকের কারো নামই উচ্চারিত হলো না। ধীরে ধীরে আমরা অপাংক্তেয় হতে শুরু করেছি মনে হয়।’ 

তিনি আফসোস করে বলেন, গেল ঈদে সবগুলো টিভি চ্যানেলে অনেকগুলো নাটক প্রচার হলো, কিন্তু কেউ একটি নাটকের নাম উল্লেখ করে বিন্দুমাত্র আলোচনা করলো না। প্রশ্ন হচ্ছে, দর্শকের কাছে নাটকের ভাগ্য রিমোট কন্ট্রোলের নিয়ন্ত্রণে। এই রিমোট কন্ট্রোল দিয়ে দর্শকরা পর্যটকের মতো এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ঘুরে বেড়ায়। দর্শক একাগ্রচিত্তে দেখবেন এমন নাটক এখন আর নির্মিত হচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেন। নাটকের বাজেট, চ্যানেলের হস্তক্ষেপ, চ্যানেল থেকে শিল্পী সরবরাহ, সর্বোপরি নানা গ্রুপিং, শিল্পীদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া নিয়ে আরো অনেক সমস্যা বিদ্যমান নাটক নির্মাণের ক্ষেত্রে। চ্যানেলের বাধ্য-বাধকতা নির্মাতাদের বেশি ক্ষতিগ্রস্ত করছে। কেউ একজন ভালো নাটক বানালেও সেটিকে নানা অজুহাতে নাকচ করা হয়। কারণ নাটকটি নির্মিত হয়েছে গ্রুপিং বর্জন করে। 

পারিশ্রমিকের কারণে অপূর্ব, আরফান নিশো, মেহজাবিন চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পী ইউটিউব শিল্পীতে পরিণত হয়েছেন। তাদের কাছে দর্শক নয়, গুরুত্বপূর্ণ হলো ভিউজ। তাতে ডলার আসে। ক’দিন পর তারা যদি দাবি করেন যে, সংশ্লিষ্ট শিল্পীদের পারিশ্রমিক ডলারেই পরিশোধ করতে হবে, তাহলে তাদেরকে নিয়ে যারা কাজ করেন তারাও হয়তো সেটা মেনে নেবেন। যাহোক, চ্যানেলের নানা বাধ্য-বাধকতার কারণে অনেক নির্মাতা এখন ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানাতে শুরু করেছেন। 

পরিচালক দেওয়ান নাজমুল জানান, তিনি ‘রহস্যের অন্তরালে’ নামে একটি ধারাবাহিক শুরু করছেন নতুন শিল্পীদের নিয়ে। মুক্তি পাবে তার নিজের চ্যানেলেই। এভাবে আরো অনেকেই এটা করছেন। এভাবে আগামীতে হয়তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই নাটকের নতুন শিল্পীদের আগমন ঘটবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়