শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০১:৩৬ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পরীমণি, তুমি আমার জন্য কেঁদো না’

গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকাতুর পরীমণি, স্মৃতিতে সেই কবিতা

গাফফার চৌধুরী-পরীমণি

ইমরুল শাহেদ: বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবি, কলাম লেখক ও স্বাধীনতা পদক পাওয়া আবদুল গাফফার চৌধুরীর স্নেহমাখা ভালোবাসা এবং গভীর সহানুভূতি নিয়ে সংকটে পড়া চিত্রনায়িকা পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তার ক্ষুরধার লেখনী নিয়ে। সুদূর লন্ডন থেকে তিনি সারাক্ষণই পরীর পাশে ছিলেন যোগাযোগ মাধ্যমের সাহায্যে। লন্ডনের নর্থ উইক পার্ক হাসপাতালের বিছানায় শুয়েই তিনি ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর পরীমণিকে নিয়ে ‘পরীমণি, তুমি আমার জন্য কেঁদো না’ শিরোনামের কবিতাটি লিখেছেন। এদেশের গণমাধ্যমে কবিতাটি ব্যাপক প্রচার পেয়েছে। 

কিন্তু আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর খবর পাওয়ার পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন পরীমণি। চোখের পানিও ধরে রাখতে পারেননি। আবদুল গাফফার চৌধুরীর দেওয়া ‘আমার জন্য কেঁদো না’ উপদেশ এক্ষেত্রে পরীমণি রক্ষা করতে পারেননি। 

এ ব্যাপারে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। আপনি আমাদের সাহস দিতেন সবসময়।’ 

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর খবর পাওয়ার পর স্মৃতি বিভোর হয়ে অনেকক্ষণ নীরব ছিলেন পরীমণি। তার চোখে ভেসে উঠেছে নানা কথা, অজ¯্র টেক্সটের কথা। পরীমণি স্মৃতিচারণ করে গণমাধ্যমকে বলেছেন, ‘কথা ছিল, আপনি আসবেন, দেখা হবে। অসুস্থতার ভেতরেও কল করেছিলেন আপনি। আহা! কোনোদিন আপনাকে ভুলবো না।’ পরীমণির এ কথার মধ্য দিয়ে যেন প্রতিধ্বনিত হয়ে উঠলো আবদুল গাফফার চৌধুরীর অমর গান  ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ......’।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়