শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ১০:১০ রাত
আপডেট : ২০ মে, ২০২২, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফরিন জেসিকার রচনায় রোমান্টিক নাটক ‘বহ্নিশিখা’

ছোয়াই ভিয়া আফরিন জেসিকা

আবু সুফিয়ান রতন: [২] মনির হোসেন জীবনের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা’। এটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টায় এস এ টিভিতে প্রচারিত হবে। নাটকটি রচনা করেছেন মনির হোসেন জীবন ও ছোয়াই ভিয়া আফরিন জেসিকা। 

[৩] সচেতনতামূলক এই নাটকে দেখা যাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১জন নির্যাতিত নারীর (প্রতীকী) প্রতিবাদী কণ্ঠস্বর। এগারোজন নারী একত্রিত হয়ে দেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াই তাদের অন্যতম কাজ।

[৪] এ বিষয়ে ছোঁয়াই ভিয়া আফরিন জেসিকা বলেন, এ নাটকটিতে নির্দিষ্ট গল্প থাকবে না। একেকটি গল্পের ওপর তৈরি হবে নাটকের ৪ থেকে ৬ পর্ব। নতুন নতুন গল্পের ভেতরের চরিত্রগুলোতে একেক সময় একেকজন শিল্পীদের আগমন ঘটবে।

[৫] তিনি আরও বলেন, ‘বহ্নিশিখা’ রোমান্টিক, একশানধর্মী মেগা ধারাবাহিক নাটক। যা দশর্কদের যেমন আনন্দ দিবে, তেমনি সমাজ সচেতনমূলক বিভিন্ন ধরনের শিক্ষনীয় বিষয় উঠে এসেছে। নাটকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, যৌতুক, জালটাকা, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) নারী পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ফুটে উঠেছে, ফলে দর্শকের নাটকটি দেখতে আগ্রহ জাগবে।

[৬] এদিকে এ পর্যন্ত শুটিং হওয়া পর্বগুলোতে অভিনয় করেছেন- তারিক স্বপন, নওশিন মীম, আইরিন ইরানি, শফিক খান দিলু, সুমন আহমেদ বাবু, ইশিতা, ফারজানা জয়া, আহসানুল হক মিনু, কাজী শীলা, খলিলুর রহমান কাদরী, আইরিন অধিকারী, সোহাগ বিশ্বাস, ইতিশা মন্ডল, সোহেলী মুক্তা, সামিয়া কলি, ফারুক, আয়ান রাকিবসহ আরো অনেকে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়