শিরোনাম
◈ বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ ◈ ইসলামাবাদে প্রবেশের পথ বন্ধ, রাস্তায় কন্টেইনার রাখা হয়েছে ◈ শপথ নিলেন সিইসি ও চার কমিশনার ◈ সংগীতশিল্পী আসিফ আকরের ৫ প্রশ্ন অন্তর্বর্তী সরকারের কাছে ◈ সরকারি চাকরিতে বড় নিয়োগের ঘোষণা আসছে ◈ ‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের ◈ প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা, ১২ দফা দাবি ◈ বিরলে বাংলাদেশী মা ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ ◈ মাহফিল বন্ধ করা প্রসঙ্গে যা বললেন এ্যানি ও রেজাউল  ◈ পদত্যাগে বাধ্য করায় বাকরুদ্ধ ছি‌লেন তি‌নি ! অব‌শে‌য়ে মারা গেলেন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২২, ১২:৩১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২২, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'দামাল' একটি মুক্তিযুদ্ধের ছবি, বায়োপিক নয়ঃ রাফী

মনিরুল ইসলাম: ' দামাল' একটি মুক্তিযুদ্ধের ছবি। তবে এটি স্বাধাীন বাংলা ফুটবল দলের কোন বায়োপিক নয়। স্বাধীন বাংলা ফুটবল দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে  ' দামাল' নির্মিত হয়েছে। 

মঙ্গলবার  সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ ছবির সংবাদ সম্মেলনে ছবির পরিচালক রায়হান রাফী  হাজির হয়ে এমনটাই জানালেন।

২৮ অক্টোবর মুক্তি পাবে  রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’। ছবিটির কাহিনী ফরিদুর রহমান সাগরের। এটি ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবি। 

দুই কোটি টাকা বাজেটের এই ছবিটি নির্মিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের একটি সত্য ঘটনা অবলম্বনে। 

মঙ্গলবার ছবিটির সঙ্গে টি-স্পোর্টস চ্যানেলের চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই উপলক্ষে বিশেষ এই আয়োজনে হাজির হন ছবির তিন প্রধান চরিত্র সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। নির্মাতার সঙ্গে হাজির ছিলেন অন্য শিল্পী-কুশলীরাও।

নির্মাতা-শিল্পীরা ছবিটি নির্মাণের পেছনের গল্প শেয়ার করেন সবার সঙ্গে। জানান, এতে দলের ক্যাপ্টেন হিসেবে অভিনয় করেছেন শরিফুল রাজ আর স্ট্রাইকার হিসেবে ছিলেন সিয়াম আহমেদ। 

কথা প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, আসলে একটা সিনেমার পেছনে যে কতো শ্রম আর মেধা খরচ হয়, সেটা পর্দার সামনে বসে অনুভব করা যায় না। আজ আপনাদের আমি একটা ঘটনা বলি। রোজ সকালে যেতাম আমরা মাঠে।

রোদের মধ্যে সারা দিন প্র্যাকটিস করতাম আর খেলতাম। এর মধ্য দিয়েই আসলে সিনেমার ফুটেজগুলো বেরিয়ে আসে। তো এভাবে একদিন একটি দৃশ্যে আমি আর রাজ দৌড়াচ্ছিলাম মাঠে। দৌড়াতে দৌড়াতে আমরা দুজনেই বমি করছিলাম।

বাট থামছিলাম না। কারণ, ওটা এক টেকের শট ছিল। থামলেই শট নষ্ট হবে। আবার দিতে হবে পুরোটা। তো পর্দায় কিন্তু সেই দৃশ্যে আমাদের কষ্টটা কেউ দেখবে না।

এজন্য বলছি, আপনারা যখন ছবিটা দেখবেন, তখন একটু হলেও টের পাবেন- আমরা আসলে শুয়ে-বসে ছবিটা বানাইনি। আমাদের প্রতিটা মানুষের অনেক ঘাম-শ্রম এতে নিবেদিত।’

রাজ বলেন, চেষ্টা করেছি ফুটবল দলের ক্যাপ্টেন হিসেবে ফুটবলের খেলোয়াড় হয়ে সেরাটা দিতে। ফুটবল নিয়ে ছবি।

মুক্তিযুদ্ধের ছবি। মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি৷ মুক্তিযুদ্ধ দেখেনি। তবে এ ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যুক্ত হতে কাজ করেছি।

বিদ্যা সিনহা মিম বলেন, মুক্তিযুদ্ধ দেখেনি৷ ছবির শুটিং চলার সময় প্রতি মুহূর্তেই মনে হয়েছে এই বুঝি পাক বাহিনী আসছে।

মুক্তিযুদ্ধের একটি ছবিতে অভিনয় করতে পেরেছি এতে আমি ধন্য। অন্য রকম লাগছে। 

ছবিটিতে মিম-রাজ-সিয়াম ছাড়াও আছেন সুমিত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ। এরমধ্যে ছবিটির দুটি গান উন্মুক্ত হয়েছে। দুটোই ভালো সাড়া ফেলেছে। 



  • সর্বশেষ
  • জনপ্রিয়