মনিরুল ইসলাম : গুলশান থেকে গুলিস্তান সবাই 'বরবাদ' দেখছেন। সিনেমার একজন মানুষ যখন আমাকে এই কথাটা বললো তখন আমি এর মানে বুঝিনি৷ আমি ভাবলাম গুলশান আর গুলিস্তানে তো সিনেমা হল নেই। তা হলে। পরে বুঝলাম। সবশ্রেণির দর্শক 'বরবাদ' সিনেমাটি দেখছেন। অভিজাত ঘরের মানুষ থেকে সাধারণ মানুষও 'বরবাদ' দেখছেন। 'বরবাদ' সিনেমাটির প্রতি মানুষের যে ভালোবাসা দেখছি তাতে আমার মনে হয় 'বরবাদ'কে ভালোবাসায় সবাই বরবাদ করে দিচ্ছেন। এভাবেই বললেন মেগাষ্টার শাকিব খান।
সোমবার রাতে উত্তরার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ভালোবাসায় বরবাদের কথা জানালেন। এই সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান। তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে ছবিটি দেখেন।
শাকিব খান বরবাদের সাফল্যে সকল দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তাদের ভালোবাসা না পেলে বরবাদ আজ সাফল্যের এই পর্যায়ে আসতে পারতো না।
তিনি জানান, বরবাদের টিম আগামিতে আর বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। তখন মনে হবে বরবাদ তার তুলনায় অনেক ছোট।
শাকিব খান বলেন, বাংলাদেশের ফিল্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক আমি যে স্বপ্ন দেখতাম তা আজ সত্য হতপ চলছে। বরবাদ গালফ, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, স্কটল্যান্ডসহ সারা বিশ্বে মুক্তি পাবে। এটা আমার জন্য বড় আনন্দ। ইটালির রোমে আজ দেখলাম সিনেমা থিয়েটারে বাঙালি দর্শকদের কি ভিড়। জয় জয়কার। এই ভিডিওটি দেখে আমি সত্যিই আবিভূত।