রাশিয়ার মস্কোতে ১৭ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) অংশগ্রহণ করবে ইরানের পাঁচটি চলচ্চিত্র।
ইমান ইয়াজদি পরিচালিত ‘ফর রানা’, নওশিন মেরাজির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটার ফাদার’, জাফর সাদেঘির তথ্যচিত্র ‘ট্রিক’ এবং মাহদি বারকজাদেগান পরিচালিত ‘গ্লোরি’ এবং ফারনুশ আবেদি ও নেগাহ ফারদিয়ার পরিচালিত ‘হলি হেভিনেস’ উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র ফোরামগুলির মধ্যে একটি। ভেনিস চলচ্চিত্র উৎসবের পরে দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব এটি। সূত্র: তেহরান টাইমস