শিরোনাম
◈ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধি: ঝুঁকিতে নতুন বিনিয়োগ? ◈ ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করলেন ফারুকী ◈ ৭ বাংলাদেশির ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে যে পরিণতি হলো ◈ সংঘর্ষের ঘটনায় কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে ◈ রাজধানীতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র (ভিডিও) ◈ আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু ◈ টেন্ডার পেয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, জিলাপি খেতে চাইলেন ওসি, অডিও ভাইরাল ◈ চাকরির প্রলোভনে রাশিয়া, শেষে যুদ্ধের ময়দান: দেশে ফেরাতে ডজনখানেক পরিবারের আবেদন মস্কো দূতাবাসে ◈ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর দুমকীতে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ২

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তৌহিদী জনতা’র আপত্তিতে বন্ধ মঞ্চনাটকের প্রদর্শনী

বাংলা বর্ষের শেষ ও শুরুটা নাট্যদল প্রাঙ্গণেমোর করতে চেয়েছিল মঞ্চ নাটকের মধ্যদিয়ে। দলটি উদ্যোগ নিয়েছিল দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’কে নতুন আঙ্গিকে ও ভাবনায় রাজধানীর মহিলা সমিতি মঞ্চে উপস্থাপন করার। কথা ছিল আজ রবিবার চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যা ৭টায় আর আগামীকাল পয়লা বৈশাখ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘শেষের কবিতা’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কিন্তু সেটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, এই প্রদর্শনীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তৌহিদী জনতা! আজ দলটির অন্যতম সদস্য অভিনেত্রী-নির্দেশক নূনা আফরোজের দেওয়া এক ফেসবুক বিবৃতির মাধ্যমে বিষয়টি সবার নজরে এসেছে।

এক ফেসবুক পোস্টে নূনা আফরোজ লিখেছেন, ‘এইমাত্র মহিলা সমিতি ফোন করে জানালো তৌহিদী জনতা তাদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনও প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের “শেষের কবিতা” নাটকের প্রদর্শনী হওয়ার কথা। আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন। আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানালো, কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের? সংস্কৃতি অঙ্গনের ও দেশের সচেতন মানুষেরা বলুন কী করব? এমনই চলতে থাকবে?’

এই ঘটনার প্রতিবাদে আজ বিকাল সাড়ে পাঁচটায় মহিলা সমিতির সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে প্রাঙ্গণেমোর নাট্যদল। খবরটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অনন্ত হীরা। এছাড়াও অন্যান্য নাট্যজনরাও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বলা দরকার, এর আগেও তৌহিদী জনতার প্রতিবাদের মুখে একাধিক মঞ্চ নাটক প্রদর্শন বন্ধ হয়েছিল অন্তবর্তী সরকারের আমলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়