শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সবটাই মনগড়া গল্প’, সাইফ-কাণ্ডে মুখ খুললেন বাংলাদেশি সেই শরীফুল

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া শরীফুল ইসলাম জামিনের আবেদন করেছেন। মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি বাংলাদেশের বাসিন্দা এবং বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) আদালতে জামিনের আবেদন জমা দেন শরীফুল। আগামী ১ এপ্রিল শুনানি হবে। আবেদনে তিনি দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে করা মামলা ‘পুরোপুরি মনগড়া কল্পনা’। আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শরীফুলের আইনজীবী অজয় গাওয়ালি বলেন, ‘সাক্ষী ও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত যদি নিজের দোষ স্বীকার না করেন, তাহলে কিছু প্রশ্ন থেকেই যায়।’ তিনি জানান, এই মামলার তদন্ত প্রায় শেষ, শুধু চার্জশিট তৈরি করা বাকি।

কী ঘটেছিল সেদিন? : গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছিলেন শরীফুল ইসলাম। চুরির উদ্দেশ্যে তিনি সেখানে ঢোকেন বলে অভিযোগ। প্রথমেই তিনি নাকি ঢুকেছিলেন সাইফ ও কারিনা কাপুরের ছোট ছেলে জেহ-র ঘরে।

জেহ-র ন্যানি শরীফুলকে দেখে ফেলেন এবং চিৎকার করেন। আতঙ্কে কোনোভাবে পালিয়ে যায় জেহ। চিৎকার শুনে ছুটে আসেন সাইফ।

সাইফ বাধা দিতে গেলে ঘটে দুর্ঘটনা। ছয়বার ছুরিকাঘাত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরির একটি টুকরো বের করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়