শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কি কাউকে অসম্মান করেছি: বর্ষা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার এমন সিদ্ধান্ত। অভিনেত্রী মনে করেন- সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয়কে বিদায় যানাচ্ছেন তিনি। তবে হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষেই বাজবে এই বিদায় ঘণ্টা।

চিত্রনায়িকা বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই শোবিজে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি। এ কথা বলেছেন অনেকেই। এসব তর্ক-বিতর্ক এসেছে বর্ষার নজরেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।

অভিনেত্রীর কথায়, ‘সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!’

কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে বর্ষা আরও বলেন, ‘আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।’

সবশেষে বর্ষা বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়