টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন।
টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তাদের জুটির সাফল্য দর্শকদের মুগ্ধ করেছিল। তবে শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন কাছের মানুষ। ছয় বছর একসঙ্গে কাটানোর পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, বিচ্ছেদের পর তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বোন অজপা কেঁদে ফেলেছিলেন, আর তার মেয়ে অন্বেষা মায়ের সিদ্ধান্তে অভিমান করেছিল।
অভিনেত্রীর মেয়ে পুরো বিষয়টা কীভাবে দেখেছে সে প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।
স্বস্তিকা জানান, তার পরিবারের সদস্যরা চেয়েছিলেন তিনি ও জিৎ বিয়ে করুন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অভিনেত্রী বলেন, “আমার মা-বোন সবসময় জিতের পক্ষ নিয়েছে। আমার মেয়ে পর্যন্ত জিতের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিল। বড় হওয়ার পর ওর মন্তব্য, ‘জিৎ খুবই সুপুরুষ, মা তুমি কী করলে।’
সাক্ষাৎকারে স্বস্তিকা আরও বলেন, তার প্রেমের সংখ্যা নিয়ে অনেক জল্পনা থাকলেও তিনি কেবল ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। তবে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। জিৎ পরবর্তীতে বিয়ে করলেও স্বস্তিকা নতুন সম্পর্কে জড়ালেও আর ঘর বাঁধেননি।