শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ, প্রথম হরর মুভিতে কাজ করেছি, দোয়া পড়ে শুটিংয়ে যেতাম : নুসরাত ফারিয়া 

মনিরুল ইসলাম: আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ। আমি প্রথম  হরর মুভিতে কাজ করেছি। প্রতিদিন বাসা থেকে দোয়া পড়ে শুটিংয়ে যেতাম। আবার বাসায় ফিরে এসে দোয়া- দুরূত পড়তাম। এটা আমার জীবনে প্রথম হরর মুভি। তাই আমি মনে করতাম আমার কোন কিছুতে যেনো সেটে কেউ কষ্ট না পায়। এভাবেই বললেন চিত্র নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার বিকালে  চ্যানেল আই ছাদ বারান্দায় জাজ মাল্টিমিডিয়ার জীন ইউনিভার্সের তৃতীয় কিস্তি “জীন-৩”  ঈদে মুক্তি উপলক্ষে  এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নুসরাত ফারিয়া। 

উক্ত অনুষ্ঠানে জীন-৩ চলচ্চিত্রের অভিনেতা- নায়ক সজলসহ  কলা-কুশলী  উপস্থিত ছিলেন।

ফারিয়া বলেন, সব সময় আমি সিনেমার আগে ডাইটে চলে যাই। কারণ সিনেমায়  গান থাকে। নাচ থাকে। কর্মাশিয়াল একটা ব্যাপার থাকে। তাই ডাইটে থাকি। তবে জীন-৩ সিনেমার জন্য ডাইটে যেতে হয়নি। আমি পেট ভরে খেয়েছি। ভাত খেয়েছি। বিরিয়ানি খেয়েছে। বাসা থেকে আমার মার পাঠানো পরোটা,ডিমসহ যে সব খাবার পাঠিয়েছেন সবই খেয়েছি।এই সিনেমার জন্য কোন স্পেশাল ডাইটে যেতে হয়নি। কোন স্পেশাল লুক মেইনটেইন করতে   হয়নি।

নুসরাত ফারিয়া বলেন, আমার বাসার ডাক নাম সেতু। আমি সেতু হয়েই শুটিং  ফ্লোরে হাজির হয়েছি। আমার চরিত্রের প্রতি মনোযোগ দিয়েছি। এর বাইরে ডাইট নিয়ে কোন চিন্তা করতে হয়নি।

প্রসঙ্গত,২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি। তার অভিনীত ছবি জীন-৩ ঈদে আসছে। এরমধ্যো ছবির কন্যা শিরোনামে একটি গান জাজের ইউটিউবে রিলিজ পেয়েছে। গানটি সাড়া ফেলেছে। দর্শক সমাদৃত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়