শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন শাকিব খান

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় ভক্তরা। 

তাঁর জন্য দোয়া করছেন সব শ্রেণিপেশার মানুষ। দেশের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

শাকিব নিজেও ক্রিকেটপ্রেমী। বিপিএলে রয়েছে তাঁর দল ঢাকা ক্যাপিটালস।

এদিকে শুধু শাকিবই নন, তামিমের সুস্থতা কামনায় সোশ্যাল মাধ্যমে লিখেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আরিফিন শুভ, তমা মির্জা, শবনম ফারিয়াসহ বিনোদন অঙ্গনের অনেকেই।

উল্লেখ্য, আজ সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন।

বর্তমানে হাসপাতালে তাঁর পাশে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়