শিরোনাম
◈ আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল ◈ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ ◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অনতিবিলম্বে বিএফডিসি'র এমডি নিয়োগ বাতিল ,অন্যথায় বৃহত্তর আন্দোলন 

মনিরুল ইসলাম: বৈষম্যহীন চলচ্চিত্র  স্বার্থসংরক্ষণ কমিটি অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনতিবিলম্বে বিএফডিসি'র এমডি নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় বিএফডিসি ব্লকেড, কর্মবিরতি, অসহযোগ আন্দোলনসহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

কমিটির নেতারা বলেন, আমরা সরকার কিংবা উপদেষ্টার বিরুদ্ধে নই। আমরা অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে। আসুন চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট, দোসর ও দালাল মুক্ত আমাদের চলচ্চিত্র অঙ্গনকে যোগ্য ও চলচ্চিত্র প্রেমী মানুষদের দিয়ে এগিয় নিয়ে যাই।

যেহেতু উপদেষ্টা বদল হয়েছে, পবিত্র রামাদান চলছে ও নতুন উপদেষ্টা দায়িত্ব বুঝে নিয়েছেন। তাই আমাদের
দাবি মানার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছি।

আজ বৃহস্পতিবার বিকালে এফডিসিস্থ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যালয়ের সামনে এফডিসির এমডি নিয়োগ বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিয়োগ বাতিলের দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহবায়ক বদিউল আলম খোকন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নায়ক, প্রযোজক ও পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক  মেগাষ্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল,  জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রফিকুল ইসলাম,  পরিচালক মিলন, জাসাস নেতা সোহেল আহমেদ, অভিনেতা মেহেদী প্রমুখ।

লিখিত বক্তব্যে বদিউল আলম খোকন বলেন, বিএফডিসি'র বিভিন্ন শাখায় যোগ্য লোক নিয়োগ এবং চলচ্চিত্র নীতিমালা সংস্কারসহ চলচ্চিত্রাঙ্গনের সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি, 'সিনেমা বাঁচলে, সিনেমা শিল্প বাঁচবে'। প্রযোজক পরিচালক সহ সকল সিনেমা কর্মী উপকৃত হবে। চলচ্চিত্রাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হলে বিএফডিসি প্রশাসনের বিভিন্ন শাখাগুলো ঢেলে সাজাতে হবে। 

তিনি বলেন, এখানে মেধাবীদের স্থান দিতে হবে। এমডির পদ সচিব পদমর্যাদায় উন্নতি করতে হবে। বিসিএস ক্যাডারদের প্রেষণে নিয়োগ দিতে হবে। এফডিসির নিজস্ব লোকবল মেধা, দক্ষতা ও যোগ্যতার আলোকে বাড়াতে হবে। আগামী বিশ বছর এটিকে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত মিডিয়া, গণমাধ্যম, সাউন্ড, কারিগরি, ফ্যাশন, মেকআপ, সেট নির্মাণ কৌশলসহ চলচ্চিত্র,নাটক ও নাট্যতত্ব নিয়ে অনার্স মাস্টার্স শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা দেবার জন্য বিএফডিসিতে ইন্টার্নি করার সুযোগ করে দিতে হবে।

চলচ্চিত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে। বিশ্বের সর্বশেষ প্রযুক্তিতে সংযুক্ত থাকা নিশ্চিতকরতে হবে। পৃথক গবেষণা সেল গড়ে তুলতে হবে। সিনেপ্লেক্স কালচারের পাশাপাশি মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, শ্রমজীবী ও কৃষিজীবী মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রেক্ষাগৃহ (সিঙ্গেল স্ক্রিন) নির্মাণে বিএফডিসির ভূমিকা জোরদার করতে হবে।

মেগাষ্টার উজ্জ্বল বর্তমানে এফডিসিতে নিয়োগপ্রাপ্ত এমডির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। 

তিনি বলেন, চলচ্চিত্রের উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। যিনি একজন ফ্যাসিষ্টদের দোসর। সহযোগি ছিলেন। চলচ্চিত্রাঙ্গণে ফ্যাসিষ্টের দালাল পুনবার্সনের শর্তে তানিকে এফডিসির এমডি পদে নিয়োগের মাধ্যমে সবার চোখে ধুলো দিয়ে পুনর্বাসন কার্যক্রম শুরু করে। তানির অনৈতিক নিয়োগের প্রতিবাদ চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে। আমরা এই নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি। 

সাবেক জাসাস সভাপতি এম এ মালেক বলেন, আজ একে একে সাংস্কৃতিক অঙ্গনের সর্বক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির লোকদের নিয়োগ না দিয়ে ফ্যাসিষ্টদের সহযোগিদের পুনর্বাসন করা হচ্ছে। এফডিসি এর বাইরে না। আমরা এই নিয়োগের নিন্দা জানাই। নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।

জাসাস সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন বলেন, এই নিয়োগ মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার প্রতি জাসাস সংহতি জানাচ্ছে। অনতিবিলম্ব এই এমডির নিয়োগ বাতিল করে যোগ্য ও সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত কাউকে নিয়োগ দিতে হবে।

এক প্রশ্নের জবাবে  বিএনপি নেতা মেগাষ্টার উজ্জ্বল বলেন, আমরা রমজানের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে এই নিয়োগ বাতিলের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তুলবে। অন্যায় ও ফ্যাসিষ্টের দোসর ও যুবলীগের পোষ্যকন্যার এমডি নিয়োগ মেনে নিবো না। 

তিনি বলেন, আমরা গত ২৭ ফেব্রুয়ারী এফডিসির মূল ফটকে ব্লকেড কর্মসূচি পালন করেছি। আজ এফডিসির ভেতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানালাম। একদিন এফডিসির প্রশাসনিক ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়