শিরোনাম
◈ ভূমিকম্পের আভাস: ঢাকায় তাৎক্ষণিক ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা ◈ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বশেষ অবস্থা জানাল আইএসপিআর ◈ ৪৮টি থানা এলাকায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি ফোর্স ◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শিশু আছিয়াসহ সব ধর্ষণ ঘটনা ও ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি

মনিরুল ইসলাম: শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 

আজ সোমবার বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। শ্লোগানে প্রতিবাদ জানান শিল্পীরা। বলেন এ অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র শিল্পীরা।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। 

ডিএ তায়েব বলেন,  আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে। আর যাতে কোন শিশু, নারী ধর্ষণের শিকার না হন। 

মানববন্ধনে  উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা,রুমানা ইসলাম মুক্তি, পলি,  সনি রহমান। আরও উপস্থিত ছিলেন  আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়