শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিয়ের আগেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার

মনিরুল ইসলাম: তামান্না ভাটিয়া। তেলেগু।তামিল। হিন্দি ছবির নায়িকা। ‘আজ কি রাত’ গানের সঙ্গে নেচে অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। হাতে রয়েছে একাধিক ছবির  কাজ।সময়টা ভালই যাচ্ছিল। তামান্নার বন্ধু বিজয় বর্মা।সেও একজন  অভিনেতা। তাদের ক্যামিষ্টি ভালো চলছিল। বিজয়ের হাতেও অনেকগুলি কাজ রয়েছে আগামী দিনে। এই রিলেশনে হঠাৎ শনির দশা পড়ে গেলো।

এদিকে, বলিউল সুপারষ্টার সালমান খানের সাথেও বিভিন্ন ষ্টেজ শোতে পারফর্ম করেছেন তামান্না। 

সম্পর্ক ভাঙছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। দু’জনের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। এমনকি সম্পর্কের কথা এগিয়ে গিয়েছিল বিয়ে পর্যন্ত। ২০২৫-এই নাকি গাঁটছড়া বাঁধার পরিকল্পনাও করছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। টানা দু’বছর সম্পর্কে ছিলেন। বিয়ের পরে একসঙ্গে থাকার জন্য বাড়িও খুঁজছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন। প্রশ্ন উঠছে, ঠিক কেন সম্পর্ক ভাঙছে?

আজ বুধবার কলকাতা থেকে প্রচারিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে এক প্রতিবেদন থেকে জানা  গেলো তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার সম্পর্ক ভাঙ্গনের কাহিনি। 

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে কোনও মন্তব্য করেননি তামান্না বা বিজয়। শোনা যাচ্ছে, প্রেম ভাঙলেও পরস্পর বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবেন। তবে এর মধ্যেই তামান্নার পুরনো একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই পোস্ট দেখে অনুরাগীদের আন্দাজ, সম্পর্কে বোঝাপড়ার অভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।

গত ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে এই পোস্ট করেছিলেন তামান্না। তিনি লিখেছিলেন, “ভালবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল ভালবাসা দেওয়া। কারও মনোযোগ পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপর জনকেও মনোযোগ দেওয়া। নিজেকে সকলের চোখে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হল, অন্যদেরও সুনজরে দেখা। বন্ধু পাওয়ার রাস্তা হল নিজেই ভাল বন্ধু হয়ে ওঠা।” সেই সময়ে তামান্নার এই পোস্ট নজর এড়িয়ে গিয়েছিল নেটাগরিকদের। কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই, সেই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানে তামান্না ও বিজয়কে একসঙ্গে দেখা যেত। বিজয়কে সব সময়ই তামান্নার খেয়াল রাখতে দেখা গিয়েছে। যে কোনও জায়গাতেই প্রেয়সীকে সম্মান দিতেন। বিজয়ের এই ব্যবহারেই মুগ্ধ ছিলেন তাঁর অনুরাগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়