শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্মিতা সেন যে শর্তে বিয়ে করতে রাজি 

সিনেমাজগতের ব্যক্তি বা তারকাদের প্রেম ও বিয়ের বিষয়টি বহুল চর্চিত। এ ছাড়া তাঁদের বিষয়ে জানার ব্যাপারে সাধারণ দর্শককের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউড নয়, বিশ্বসেরা সুন্দরী সুস্মিতা সেন। জানিয়েছেন, বয়স পঞ্চাশের কাছাকাছি গেলেও কেন তিনি বিয়ে করছেন না। আর কী শর্তেই বা করবেন!

মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় সুস্মিতা। তাঁর ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যেও। তবে প্রেম কিংবা বিয়ে নিয়ে তেমন কোনো রাখ-ঢাক নেই তাঁর। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়ে মাও হয়েছেন। তবে তাঁর বিয়ে করার ইচ্ছে রয়েছে!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও তো হবে। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব।

চিরাচরিত হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আরও বলেছেন, ‘নাহলে আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে ফেলব। এর আগে এই তো বেশ ভালো আছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়