গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে আক্দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের। জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা। তবে সেখানে ছবি তোলা ছিল একেবারেই নিষেধ। তবুও ফাঁস হয়েছে তারকা দম্পতির গায়ে হলুদের ছবি।
বেশ কড়াকড়ি করেই বিয়ের আয়োজন সম্পন্ন করতে চেয়েছেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তবুও শেষ রক্ষা হয়নি। আমন্ত্রিত অতিথিদের কেউই কোনো ছবি পোস্ট করেননি।
তারপরও ফাঁস হয়েছে মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদের একাধিক ছবি। ফাঁস হওয়া ছবিতে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল।
জানা যায়, গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। তাদের বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে তাদের ঘনিষ্ঠজনেরা জানতেন, তবে তারা এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি।
আরও জানা যায়, ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েক দিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন।
বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।
রাজীব-মেহজাবীনের ঘনিষ্ঠজনদের সূত্রমতে, অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি ছিল বর-কনে পক্ষের। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেয়া হয়। এত কিছুর পরও দুজনের গায়েহলুদ অনুষ্ঠানের স্থিরচিত্র ফাঁস হয়েছে।
জানা গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে ২৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল নীল রঙের লেহেঙ্গা আর আদনান পরেছেন কালো পাঞ্জাবি-পায়জামা।
গায়ে হলুদের পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে বসছে বিয়ের আসর। নজর কাড়া লুকে বিয়ের আসরে হাজির হবেন নতুন এ জুটি এমনটাই প্রত্যাশা করছেন অতিথিরা।