শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র তিন মিনিটের জন্য তিন কোটি নিলেন উর্বশী!

অভিনয়ের জন্য যত না আলোচনা, তারচেয়ে অন্যান্যা বিষয়েই বেশি আলোচনায় থাকেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলা। এর আগেও বেশ কিছু বিতর্কের কারণ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘ডাকু মহারাজ।’ এটি ঘিরে শুরু থেকেই বিতর্কের মুখে অভিনেত্রী।

সিনেমাটির একটি আইটেম গানে নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে নেচে বেশ কটাক্ষের মুখে পড়েন উর্বশী। অশ্লীল নাচের জন্য নেটিজেনদের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে।

 তবে এবার নতুন করে আলোচনায় তিনি। শোনা যাচ্ছে, ডাকু মহারাজে মাত্র তিন মিনিটের ক্যামিওর জন্য ৩ কোটি টাকা নিয়েছেন উর্বশী! এর মানে হলো এক মিনিটের জন্য এক কোটি টাকা! ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদই উঠে এসেছে।

এবিপি লাইভের প্রতিবেদন ‍অনুসারে, সিনেমাটিতে উর্বশী রাউতেলার অভিনয়ের সময় মাত্র তিন মিনিটের মতো। কিন্তু উর্বশীর পারিশ্রমিক নিয়ে অনেক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এই তিন মিনিটের জন্য তিনি তিন কোটি টাকা নিয়েছেন। যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। তবে এই খবরটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এদিকে, ডাকু মহারাজের ওটিটি মুক্তির পর সিনেমাটির পোস্টারেও উর্বশীকে দেখা যায়নি। এতে অনেকেই বিস্মিত হয়েছেন। প্রশ্ন তুলেছেন কেন সিনেমার প্রধান অভিনেত্রীকে পোস্টারে স্থান দেওয়া হলো না? অনেক নেটিজেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমাটিতে তার নাচ এবং উপস্থিতি বেশ আলোচিত হলেও, অনেকে মনে করছেন তার ভূমিকা তেমন বড় ছিল না। তবে পোস্টারে জায়গা না দেয়াটা একেবারেই বেমানান।

কেউ কেউ বলছেন, নাচ নিয়ে বিতর্কের কারণেই উর্বশীকে আড়ালে রাখলেন নির্মাতারা।
উর্বশী রাউতেলা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রভাব রাখেন। ইনস্টাগ্রামে তার ৭৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ইভেন্টগুলি থেকে বিশাল পরিমাণ আয় করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, তার মোট সম্পদ প্রায় ২৩৬ কোটি টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়