শিরোনাম
◈ ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ◈ শাজাহানপুরে বারো ঘন্টায় দোকানের খাজনা ১৮ হাজার টাকা ◈ নাফনদী থেকে ফের ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ◈ এবার ভারতসহ যে ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প! ◈ রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও) ◈ 'তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি', নেতাদের এমন মন্তব্যে যা জানালো বিএনপি (ভিডিও) ◈ ঢাকার কাঁধে আন্দোলনের চাপ, হাসিনার পতনের পর বিভিন্ন দাবিতে ঢাকায় ১৮০ আন্দোলন ◈ ‘গো ব্যাক চুপ্পু’ বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ◈ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত, কখন না জানি রগ কেটে দেয় : ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ‘মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫‘

মনিরুল ইসলাম: অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫’ এর প্রথম আসর “যখন বুদ্ধিমত্তাই আসল সৌন্দর্য” এই শিরোনামের একটি ভিন্নধর্মী বিউটি পেজেন্ট এর আয়োজন করা হয় গত ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ঢাকায়।

প্রতিযোগীতাটি আয়োজন করেন মিস বাংলাদেশ-ইন ট্রেনিং (এমবিএইটি) যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি নন প্রফিট সংস্থা এতই!  পেজেন্ট এর ধাঁচে অনুষ্ঠানটি আয়োজিত হলেও এই অনুষ্ঠানটি ছিল মূলত তিন মাস ব্যাপী একটি লিডারশিপ প্রোগ্রামের সমাপনী!  এই প্রতিযোগীতায় বিজয়ী হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর পুরকৌশল বিভাগের প্রকৌশলী রিফা তামান্না। প্রথম রানারআপ হন মডেল , ম্যাথমেটিক্স গ্রাজুয়েট আফসানা আহমেদ , তৃতীয় স্থান অর্জন করেন ফ্যাশন ডিজাইনার – ইসরাত শারমিন খান।
সেরা বক্তার টাইটেল পান কবিতা আক্তার বীথি, সেরা ক্যাটওয়াক টাইটেল পান ইসরাত শারমিন খান এবং সবচাইতে পরিশ্রমী শিক্ষার্থীর খেতাবটি পান অনুষ্কা আহাম্মেদ নামক তিনজন শিক্ষার্থী।

এমবিআইটি ফাউন্ডার, ফিলান্থ্রোপিস্ট এবং যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ড . নিলুফার ইসলাম এই প্রসঙ্গে বলেন – ” বিষয়টি অনেক দুঃখজনক যখন দেখি আমাদের দেশ থেকে একজন ক্রিকেটার / ফুটবলার দেশ কে রিপ্রেজেন্ট করলে তাকে আমরা কত সম্মান দেই। তার প্রশিক্ষণের জন্য নিয়ে আসি বিদেশী প্রশিক্ষক ! অথচ পেজেণ্ট এর মাধ্যমে কোনো মেয়ে দেশকে রিপ্রেজেন্ট করলে আমরা প্রশিক্ষণ তো দূরের কথা দেইনা যোগ্য সম্মানটা পর্যন্ত !! এর আলোকেই মেয়েদের লিডারশিপ স্কিল তৈরী করতে এবং তাদের সামনে সমাজসেবামূলক কাজে উদ্ভুদ্ধ করার জন্যই ছিলো এই আয়োজন।

” ড. ইসলাম আরো জানান – ” যুক্তরাষ্ট্রে পেজেণ্ট কে মানুষ দেখে বাচ্চাদের বক্তৃতা , প্রফেশনালিজম , আত্মবিশ্বাস তৈরির প্রশিক্ষণ হিসেবে, অথচ দেশে আমরা খারাপ চোখে দেখি ! আমরা অনেকে এইটাও জানিনা এখন মিস ওয়ার্ল্ড এর মতো পাজেণ্টে নেই বিকিনি রাউন্ড , মিস ইউনিভার্সেও এই পোশাক এখন বাধ্যতামূলক না।

বিজয়ী ২৪ বছর বয়সী রিফা তামান্নাকে ক্রাউনিং করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ এর বিজয়ী শাম্মি ইসলাম নীলা, এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নুঝাত তাবাসসুম এফা।

বিজয়ী রিফা বলেন -” আমি কখনো মডেল বা অভিনেত্রী হবো এই চিন্তায় আসিনি এই ট্রেনিংয়ে। আমি মূলত এই আয়োজনে এসেছি লিডারশিপ স্কিল, কিভাবে নিজের সমাজসেবামূলক কাজ নিয়ে আগানো যায়, পাবলিক স্পিকিং স্কিল শিখতে, সাথে ৩ মাসে এই আয়োজনে ডায়েটিশিয়ান বেনজির শামস ম্যাম এর গাইডেন্স এ কমিয়ে ফেলি ৭ পাউন্ড মতো ওজন। আমি সামনে দেশে বন্যা নিরসনে বড় পরিসরে কাজ করতে চাই। আর সামনে চাই নিজেকে নিজের বেস্ট ভার্সনে নিয়ে দেশকে সর্বোচ্চ সম্মানে রিপ্রেজেন্ট করতে।

“এই আয়োজন এমবিএইটির বোর্ড অফ ডিরেক্টর এবং রেজুভা ওয়েলনেস এর ফাউন্ডার স্কিনকেয়ার স্পেশালিস্ট – ড. তৌহিদা রহমান ইরিন জানান – ” বাংলাদেশে আমরা মনে করি প্যাজেণ্ট মানেই হলো গ্ল্যামার ! অথচ পাজেণ্টের জন্য সবচেয়ে বেশি দরকার প্রফেশনালিজম , শিষ্টাচার , আত্মবিশ্বাস, নেতৃত্ব, নম্রতা , পাবলিক স্পিকিং , মানসিক শক্তি, দেশাত্মবোধ এর মতো গুণাবলী যা যেকোনো মানুষকে নিয়ে যেতে পারে সফলতার শীর্ষে। এমন অতি দরকারী গুণাবলী প্রশিক্ষণের জন্যই মূলত ছিল আমাদের এই লিডারশিপ ট্রেনিং।

“প্রায় ৪ বছর গবেষণা শেষে যুক্তরাষ্ট্র , কানাডা, জার্মানি, থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশের বিখ্যাত সব গ্রুমাদের নিয়ে ৩ মাস ব্যাপী অনলাইনে হয় এই গ্রুমিং। ট্রেইনার হিসেবে যুক্ত ছিলেন নাটালি গ্লেবোভা, সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ, নয়নিকা চ্যাটার্জি সুপার মডেল (ভারত), ড. তৌহিদা ইরিন (স্কিনকেয়ার স্পেশালিষ্ট), বেনজির শামস – পুষ্টিবিদ (কানাডা), মোনাজ রানিনা- ভয়েস মডুলেশন কোচ (ভারত) , ফিরোজা আলী লিনা, মানসিক স্বাস্থ্য স্পেশালিষ্ট (যুক্তরাষ্ট্র) , ফাহমিদা সুলতানা দিমা – সাইন্টিস্ট (জার্মানি) , মুনজারিন অবনী – প্রকৌশলী সাবেক মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, নাজিয়া হাসান – শরীরচর্চা প্রশিক্ষক, ফারদিন বায়েজিদ – ফ্যাশন ডিরেক্টর , সাক্ষী শর্মা – বলিউড মেকাপ আর্টিস্ট, তৌহিদা তাসনিম তিফা – মিস সুপ্রান্যাশনাল বাংলাদেশ ২০২৪, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ – রাফাহ নানজিবা তোরসা, এবং মেঘনা আলম – মাইন্ডফুল লিডারশিপ ট্রেইনার। এডভাইজার হিসেবে ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এবং অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩০টির বেশি ক্লাস, ৩টি কঠোর বুটক্যাম্প , ৩ টি পরীক্ষা, ১৪টি সাবমিশন ছিলো এই ট্রেইনিংয়ে, যার ভিত্তিতে শিক্ষার্থীদের দেয়া হয় ট্রান্সক্রিপট এবং সার্টিফিকেট।

দুই পর্বের আয়োজনে প্রথম পর্বে ছিল সার্টিফিকেট বিতরণ। এই পর্বে এমবিআইটি থেকে বিশেষ সম্মান দেয়া হয় জুলাই- আগস্ট বিপ্লবের শহীদ, ১৪ বছরের শেখ মেহেদী হাসান জুনায়েদ এর মা সোনিয়া আহমেদ লিজা কে। এমবিআইটি থেকে সমাজসেবামূলক কাজের জন্য সার্টিফিকেট দেয়া হয় নুসরাত জাহান দোলা , ফারহানা সাদিয়া মলি এবং মোহাম্মদ ইকবাল হোসেন কে।

দ্বিতীয় পর্বে ছিল অ্যাওয়ার্ড সম্মাননা। আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড পান ফিরোজা আলী লীনা , মোহাম্মদ জুনাত হোসেইন মৃধা, টিম স্পিরিট অ্যাওয়ার্ড পান – ড . তৌহিদা রহমান ইরিন , সাগর আহমেদ আরিফ, রিফাত কবির। অন্যান্য ক্রেস্ট দেয়া হয় ফ্লোরা মম, মোহাম্মদ নয়ন আহাম্মদ – (ছায়ারণ্য) কে।

অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিলেন রেজুভা ওয়েলনেস, অন্যান্য স্পন্সর ছিলেন ফ্লোরামম, আনজারা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল শোবিজ বাংলা।

মোহাম্মদ জুনাত হোসাইন মৃধার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। ইভেন্ট ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন প্রধান পরিকল্পনাকারী ও পরিচালক। তার সাথে ছিলেন একঝাঁক তরুণ ও উদ্যমী সহযোগী। সৌরভ চন্দ্র শীল, সেহেমী সুলতানা, সানজিদা জামান উর্মি, পাপিয়া অলিন, সাগর আহমেদ আরিফ, নাজাহ হাকিম, রিফাত কবির সহ আরও অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়