শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেটব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা, স্থগিত পেরুর কনসার্ট

পাকস্থলির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। শারীরিক অসুস্থতার কারণে পেরুর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন তিনি।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।  

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন— 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।' 

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।  

কনসার্ট আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন।  

পেরুর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন— 'তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।'  

পাকস্থলির জটিলতার কারণে শাকিরার পেরু সফর আপাতত স্থগিত হলেও, দ্রুত সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরতে চান। ভক্তরা এখন তার সুস্থতার অপেক্ষায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়