শিরোনাম
◈ ক্ষমতা আঁকড়ে রাখতে সহিংস পন্থা বেছে নেন হাসিনা ◈ ‘মব জাস্টিস’ আর ‘ডেভিল হান্ট’ এর পাল্লায় হিমশিম অন্তর্বর্তী বাংলাদেশ ◈ আন্দোলনকারী নারীদের ওপর যৌন নিপীড়নও চালিয়েছে আওয়ামী লীগ ◈ ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে সম্মত হয়েছেন ট্রাম্প-পুতিন ◈ প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি ◈ যেসব বিভাগে আজ বৃষ্টি হতে পারে ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ◈ কোপা দেল রের সেমিফাইনালে, বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো, রিয়ালের সোসিয়েদাদ ◈ সরকার কি চাপে পড়ে নির্বাচনের দিকে এগোচ্ছে? ◈ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে যে সব দেশের নক্ষত্র ছিটকে পড়লো

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেকদিন পর বেক্কল হয়ে গেলাম: আসিফ

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতে আছেন পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এছাড়াও আসিফের হাতে আছে একাধিক নতুন কাজ।

গানের পাশাপাশি আসিফ সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কাজের সবশেষ খবর, নানা ইস্যু ও ব্যক্তিজীবনের কথা লিখে যান ফেসবুকে। কখনো আবার ভক্ত-শ্রোতাদের কাছে মানবিক সহযোগিতার আহ্বানও জানান। মাঝেমধ্যে মজার ছলেও গায়ক লিখে যান নানা কথা।

তারই ধারাবাহিকতায় আসিফ এবার লিখলেন, প্রজন্ম নিয়ে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আদিত্যেস হাজরা দ্রোণ। আট বছর বয়সী ভাতিজা আমার। প্রিয় রাজদার ছোট ছেলে। স‍্যারের সাথে দেখা হয়েছে কক্সবাজার পিকনিকে। বাবার সাথে এসেছিল। একসাথে অটোতে ঘুরেছি, খাতির হয়ে যায় আমাদের। শুধু জিজ্ঞেস করেছিলাম- আমরা কি ভাল বন্ধু হতে পারি! দ্রোণ বলল- কিভাবে সম্ভব! তুমিতো জেনারেশন মিলেনিয়াম! একটু বেকুব হয়েই জিজ্ঞেস করলাম- মিলেনিয়ামটা কি! তুমি কে! দ্রোণ বলল- “আমি জেনারেশন আলফা। জেন জি আমাদের ইমিডিয়েট সিনিয়র। এরপর আসবে জেনারেশন বিটা, তারপর গামা।”

পোস্টে আসিফ আরও বলেন, ‘বললাম, আমাকে জেনারেশন আলফায় নিয়ে নাও! দ্রোণ বলল- “সম্ভব না। দেশে সিস্টেম দরকার, তুমি ওল্ড ম‍্যান।” অনেকদিন পর বেক্কল হয়ে গেলাম। দ্রোণরা প্রস্তুত দেশের জন‍্য, আমরা আছি মান্ধাতা আমলে। জেনারেশন গ‍্যাপ কাভার করতে হবে, জেনারেশনের পালস বুঝতেই হবে, আর এতেই মুক্তি।’

সবশেষ আসিফ লিখেছেন, ‘জিতে যাক প্রজন্ম, শিখে শিখে কূটবুদ্ধির সেরা হই আমরা… হারবো নিশ্চিত! এই পরাজয়ে আনন্দ আছে! কারণ সবার আগে বাংলাদেশ- এটা প্রজন্ম ধারন করে। ভালবাসা অবিরাম…।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়