শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার কিছুই থাকতে পারে না: মিথিলা

চলতি বছরের শুরুতেই সুখবর দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জানান, আবার সংসারী হচ্ছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে, ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করে তাহসান। আর ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। আর তাহসান ছিলেন একা।

গায়কের বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ আছেন মিথিলা। প্রশ্ন করা হলেও এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।’

এর আগে, এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ অভিনেত্রীর মতে, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

মিথিলা বলেছিলেন, ‘তাহসান আর আমি দুজন লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো সন্তানের ক্ষতি হবে। এজন্য তাহসানের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। প্রায়ই মেয়েকে নিয়ে আমাদের কথা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়